৪৭৯
সঙ্ঘ শরণ তীর্থযাত্রা-পথে এসো মোরা
যাই। |
১. প্রকাশ ও গ্রন্থভুক্তি:
২. রেকর্ড সূত্র: ১৯৪২ খ্রিষ্টাব্দের আগষ্ট মাসে এইচ.এম.ভি থেকে এই গানটির প্রথম রেকর্ড প্রকাশিত হয়। রেকর্ড নম্বর
N-27303। শিল্পী: প্রতিভা ঘোষ, জগন্ময় মিত্র ও সত্য চৌধুরী। [শ্রবণ নমুনা]সঙ্ঘ বদ্ধ হইলে তাদের সাথে [রেকর্ড
মোরা সঙ্ঘবদ্ধ হইলে তাদের সাথে [নজরুলগীতি-অখণ্ড, হরফ (৮ মাঘ ১৪১০), শ্রেষ্ঠ নজরুল স্বরলিপি, হরফ (৭ আশ্বিন ১৪০৬, নজরুল স্বরলিপি, তৃতীয় খণ্ড (জুলাই ১৯১৩)]।
৫. সুরকার: কাজী নজরুল ইসলাম।
৬. স্বরলিপিকার: রশিদুন্ নবী।
৭. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:
উল্লেখিত প্রকাশ ও গ্রন্থভুক্তি অংশে গৃহীত গ্রন্থাবলির কোনোটির সাথেই রাগের
নাম পাওয়া যায় না।
তাল : দাদ্রা।
গ্রহস্বর:
সা। [নজরুল স্বরলিপি, তৃতীয় খণ্ড। হরফ
(জুলাই ১৯১৩)।]
সগা [শ্রেষ্ঠ নজরুল স্বরলিপি, হরফ
(৭ আশ্বিন ১৪০৬)।]
গা [নজরুল-সংগীত স্বরলিপি,
ষোড়শ
খণ্ড (নজরুল ইন্সটিটিউট, আষাঢ় ১৪০৩/জুন ১৯৯৬)
]