৪৭৯ 
              তাল: দাদ্‌রা।

সঙ্ঘ শরণ তীর্থযাত্রা-পথে এসো মোরা যাই।
সঙ্ঘ বাঁধিয়া চলিলে অভয় সে পথে মৃত্যু নাই
সঙ্ঘবদ্ধ হইলে তাদের সাথে,
ঐশী শক্তি সহায় হইয়া চলে হাত রেখে হাতে
সঙ্ঘবদ্ধ হইলে সারথি ভগবানে মোরা পাই

সঙ্ঘ শক্তি আসিলে সর্ব ক্লৈব্য হইবে লীন,
চল্লিশ কোটি মানুষ এই ভারতে
ভিন্ন হইয়া ডাকি ঠাঁই ঠাঁই,তাই মোরা পরাধীন।
মোরা সঙ্ঘবদ্ধ হই যদি একবার
জাতি ও ধর্ম ভেদ রবে নাকো আর
পাব সাম্য,
শান্তি, অন্ন, বস্ত্র পুন সবাই
              

১. প্রকাশ ও গ্রন্থভুক্তি:

২. রেকর্ড সূত্র: ১৯৪২ খ্রিষ্টাব্দের আগষ্ট মাসে এইচ.এম.ভি থেকে এই গানটির প্রথম রেকর্ড প্রকাশিত হয়। রেকর্ড নম্বর N-27303। শিল্পী: প্রতিভা ঘোষ, জগন্ময় মিত্র ও সত্য চৌধুরী। [শ্রবণ নমুনা]
                       
৩. রচনাকাল: ১৯৪২ খ্রিষ্টাব্দের আগষ্ট মাসে এইচ.এম.ভি থেকে গানটি প্রকাশের সময় কাজী নজরুল ইসলামের বয়স ছিল ৪৩ বৎসর।

৪. প্রাসঙ্গিক পাঠ:
গানটির পাঠভেদ আছে।

৫. সুরকার: কাজী নজরুল ইসলাম।
                                                                      
৬. স্বরলিপিকার: রশিদুন্‌ নবী।

৭. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী: উল্লেখিত প্রকাশ ও গ্রন্থভুক্তি অংশে গৃহীত গ্রন্থাবলির কোনোটির সাথেই রাগের নাম পাওয়া যায় না।
 তাল :
দাদ্‌রা।
 গ্রহস্বর:
      
সা। [নজরুল স্বরলিপি, তৃতীয় খণ্ড। হরফ (জুলাই ১৯১৩)।]
      
গা [শ্রেষ্ঠ নজরুল স্বরলিপি, হরফ (৭ আশ্বিন ১৪০৬)।]
         গা [নজরুল-সংগীত স্বরলিপি, ষোড়শ খণ্ড (নজরুল ইন্সটিটিউট, আষাঢ় ১৪০৩/জুন ১৯৯৬) ]