বিষয়:
নজরুল
সঙ্গীত।
গান সংখ্যা : ৪৯.
শিরোনাম
: নয়ন ভরা জল গো
তোমার আঁচল ভরা ফুল
পাঠ ও পাঠভেদ:
৪৯
তাল: দাদ্রা
নয়ন ভরা জল গো তোমার আঁচল ভরা ফুল
ফুল নেব না, অশ্রু নেব ভেবে হই আকুল॥
ফুল যদি নিই তোমার হাতে
জল রবে না নয়ন পাতে
অশ্রু নিলে ফুটবে না আর প্রেমের মুকুল॥
মালা যখন গাঁথ তখন পাওয়ার সাধ যে জাগে
মোর বিরহে কাঁদ যখন আরো ভাল লাগে।
পেয়ে তোমায় যদি হারাই
দূরে দূরে থাকি গো তাই
ফুল ফুটায়ে যাই গো চলে চঞ্চল বুলবুল॥শ্রবণ নমুনা
ফিরোজা বেগম [শ্রবণ নমুনা]
সত্য চৌধুরী [শ্রবণ নমুনা]
ভাবসন্ধান:
তথ্যানুসন্ধান:
ক. রচনাকাল ও স্থান:
গানটির
রচনাকাল সম্পর্কে জানা যায় না।
১৯৪৪
খ্রিষ্টাব্দের আগস্ট মাসে
Columbia.
রেকর্ড কোম্পানি গানটি প্রথম রেকর্ড করে। সেই অনুযায়ী, ধারণা করা যায় যে, গানটি
নজরুল ইসলামের ৪৫ বৎসর বয়সে রচিত হয়েছিল।
খ. প্রকাশ ও গ্রন্থভুক্তি:
বেতার:
গ. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী: