বিষয়:
নজরুল
সঙ্গীত।
গান সংখ্যা : ৫০.
শিরোনাম
: অন্তরে তুমি আছ
চিরদিন ওগো অন্তর্যামী
পাঠ ও পাঠভেদ:
৫০
রাগ: কামোদ মিশ্র, তাল: একতাল।
অন্তরে তুমি আছ চিরদিন ওগো অন্তর্যামী
বাহিরে বৃথাই যত খুঁজি তা-ই পাই না তোমারে আমি॥
প্রাণের মতন, আত্মার সম
আমাতে আছ হে অন্তরতম
মন্দির রচি' বিগ্রহ পূজি দেখে হাস তুমি স্বামী॥
সমীরণ সম, আলোর মতন বিশ্বে রয়েছ ছড়ায়ে
গন্ধ-কুসুমে সৌরভ সম প্রাণে-প্রাণে আছ জড়ায়ে।
তুমি বহুরূপী তুমি রূপহীন॥
তব লীলা হেরি অন্তবিহীন
তব লুকোচুরি খেলা সহচরী আমি যে দিবসযামী॥
ভাবসন্ধান:
তথ্যানুসন্ধান:
ক. রচনাকাল ও স্থান:
গানটির
রচনাকাল সম্পর্কে জানা যায় না।
১৯৩৫
খ্রিষ্টাব্দের ডিসেম্বর মাসে
H.M.V.
রেকর্ড কোম্পানি গানটি প্রথম রেকর্ড করে। সেই অনুযায়ী, ধারণা করা যায় যে, গানটি
নজরুল ইসলামের ৩৬ বৎসর বয়সে রচিত হয়েছিল।
খ. প্রকাশ ও গ্রন্থভুক্তি:
বেতার:
গ. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী: