বিষয়:
নজরুল
সঙ্গীত।
গান সংখ্যা : ৫১.
শিরোনাম
:
দিতে এলে ফুল, হে প্রিয়, কে আজি সমাধিতে মোর?
পাঠ ও
পাঠভেদ:
৫১.
রাগ : যোগিয়া মিশ্র, তাল : কাহার্বা
দিতে এলে ফুল, হে প্রিয়, কে আজি সমাধিতে মোর?
এতদিনে কি আমারে পড়িল মনে মনচোর॥
জীবনে যারে চাহনি তাহারে ঘুমাইতে দাও।
মরণ-পাড়ে ভেঙো না, ভেঙো না তাহার ঘুম-ঘোর
দিতে এসে ফুল কেঁদো না প্রিয় মোর সমাধি পাশে
ঝরিল যে ফুল অনাদরে হায়, নয়ন-জলে বাঁচিবে না সে!
সমাধি-পাষাণ নহে গো তোমার সমান কঠোর
॥
কত আশা, সাধ মিশে যায় মাটির সনে
মুকুলে ঝরে কত ফুল কীটেরি দহনে।
কেন অসময়ে আসিলে, ফিরে যাও, মোছ আঁখি-লোর ॥
ভাবসন্ধান:
তথ্যানুসন্ধান:
-
ক. রচনাকাল ও স্থান:
গানটির
রচনাকাল সম্পর্কে জানা যায় না।
১৯৩২
খ্রিষ্টাব্দের সেপ্টেম্বর মাসে
Megaphone.
রেকর্ড কোম্পানি গানটি প্রথম রেকর্ড করে। সেই অনুযায়ী, ধারণা করা যায় যে, গানটি
নজরুল ইসলামের ৩৩ বৎসর বয়সে রচিত হয়েছিল।
-
খ.
প্রকাশ ও গ্রন্থভুক্তি:
- গ্রন্থ:
-
নজরুল-সঙ্গীত সংগ্রহ
(নজরুল ইনস্টিটিউট। ফেব্রুয়ারি ২০১২)।
৫১ সংখ্যক গান।
পৃষ্ঠা: ১৭।
-
নজরুল-সঙ্গীত স্বরলিপি,
তৃতীয় খণ্ড (নজরুল
ইনস্টিটিউট।
এপ্রিল ১৯৯৬)। ১ম
গান। পৃষ্ঠা: ২৭-৩০।
Megaphone. JNG 8.। শিল্পী:
কাজী নজরুল ইসলাম। গজল। কাহারবা।
- একশো গানের
নজরুল স্বরলিপি, তৃতীয় খণ্ড (হরফ প্রকাশনী।
জুলাই ১৯৯৩)। ৩১ সংখ্যক গান।
যোগিয়া মিশ্র─কাহারবা।
পৃষ্ঠা: ৭৮-৮০।
-
সুনির্বাচিত নজরুল গীতির স্বরলিপি, প্রথম খণ্ড (সাহিত্যম।
অক্টোবর ১৯৭৫)। ৩৩ সংখ্যক গান।
যোগিয়া মিশ্র─কাহারবা।
পৃষ্ঠা: ৯৮-১০০।
- শ্রেষ্ঠ নজরুল স্বরলিপি
(হরফ প্রকাশনী।
Deluxe Edition : July
2011)। ২২৯ সংখ্যক গান। (গজল)
যোগিয়া মিশ্র─কাহারবা।
পৃষ্ঠা: ৫৭৯-৫৮১।
- নজরুল গীতি, অখণ্ড
(আব্দুল আজীজ আল-আমান, সম্পাদিত)। (হরফ
প্রকাশনী। জানুয়ারি ২০০৪)।
গজল। যোগিয়া মিশ্র─কার্ফা।
গান: ১৯৪৫। পৃষ্ঠা: ৫১৩।
- বনগীতি (১৩
অক্টোবর, ১৯৩২ খ্রিষ্টাব্দ)। [নজরুল-রচনাবলী─পঞ্চম
খণ্ড (বাংলা
একাডেমী। ২৭ আগস্ট, ২০০৭)]।
২১ সংখ্যক গান।
গজল। যোগিয়া মিশ্র─কার্ফা। পৃষ্ঠা: ১৯০-১৯১।
- সঙ্গীতাঞ্জলি,
প্রথম খণ্ড, কলিকাতা।
-
বেতার:
- পত্রিকা:
- রেকর্ড
সূত্র:
- ১৯৩২
খ্রিষ্টাব্দের সেপ্টেম্বর মাসে
Megaphone.
রেকর্ড কোম্পানি গানটি প্রথম রেকর্ড করে। রেকর্ড নং-
J.N.G. 8.।
শিল্পী
ছিলেন কাজী নজরুল ইসলাম।
[শ্রবণ
নমুনা]
-
গ.
সঙ্গীত
বিষয়ক তথ্যাবলী:
- সুরকার :
কাজী নজরুল ইসলাম।
-
স্বরলিপিকার:
- সুধীন দাশ। [নজরুল-সঙ্গীত স্বরলিপি,
তৃতীয় খণ্ড (নজরুল
ইনস্টিটিউট।
এপ্রিল ১৯৯৬)]
- কাজী
অনিরুদ্ধ। [সুনির্বাচিত নজরুল গীতির স্বরলিপি, প্রথম খণ্ড
(সাহিত্যম। অক্টোবর ১৯৭৫)]
- নিতাই ঘটক। [শ্রেষ্ঠ
নজরুল স্বরলিপি (হরফ প্রকাশনী।
Deluxe Edition : July 2011)]
- অনির্দিষ্ট।
কাজী অনিরুদ্ধ। নিতাই ঘটক। [একশো গানের নজরুল স্বরলিপি, তৃতীয়
খণ্ড (হরফ প্রকাশনী। জুলাই ১৯৯৩)]
-
সুর ও তাল:
-
রাগ :
যোগিয়া মিশ্র।
-
তাল
: কাহার্বা।
- লয় :
- পর্যায়:
- সুরাঙ্গ:
গজল।
- গ্রহস্বর:
গানটির শুরুতে আলাপ আছে।