বিষয়: নজরুল সঙ্গীত
গান সংখ্যা :
.
শিরোনাম :
দিতে এলে ফুল, হে প্রিয়, কে আজি সমাধিতে মোর?

পাঠ ও পাঠভেদ:

                           ৫১.
         রাগ : যোগিয়া মিশ্র, তাল : কাহার্‌বা
        দিতে এলে ফুল, হে প্রিয়, কে আজি সমাধিতে মোর?
        এতদিনে কি আমারে পড়িল মনে মনচোর

        জীবনে যারে চাহনি তাহারে ঘুমাইতে দাও।
        মরণ-পাড়ে ভেঙো না, ভেঙো না তাহার ঘুম-ঘোর
        দিতে এসে ফুল কেঁদো না প্রিয় মোর সমাধি পাশে
        ঝরিল যে ফুল অনাদরে হায়, নয়ন-জলে বাঁচিবে না সে!
        সমাধি-পাষাণ নহে গো তোমার সমান কঠোর

        কত আশা, সাধ মিশে যায় মাটির সনে
        মুকুলে ঝরে কত ফুল কীটেরি দহনে।
কেন  অসময়ে আসিলে, ফিরে যাও, মোছ আঁখি-লোর

ভাবসন্ধান:

তথ্যানুসন্ধান: