বিষয়:
নজরুল
সঙ্গীত।
গান সংখ্যা : ৫২.
শিরোনাম
:
আকাশে ভোরের তারা মুখ পানে চেয়ে আছে
পাঠ ও
পাঠভেদ:
৫২.
তাল : দাদ্রা
আকাশে ভোরের তারা মুখ পানে চেয়ে আছে
ঝরা-ফুল অঞ্জলি পড়ে আছে, পা'র কাছে।
দেবতা গো, জাগো জাগো জাগো॥
আঁধার-ঘোমটা খুলি শতদল আঁখি তুলি'
পৃথিবী প্রসাদ যাচে দেবতা গো, জাগো॥
কপোত-কন্ঠে শোন তব বন্দনা বাজে
তোমারে হেরিতে ঊষা দাঁড়ায় বধূর সাজে।
দেবতা, তোমার লাগি' আজি আছি নিশি জাগি'
ভীরু এ মনের কলি হের, দল মেলিয়াছে।
দেবতা গো, জাগো॥
ভাবসন্ধান:
তথ্যানুসন্ধান:
-
ক. রচনাকাল ও স্থান:
গানটির
রচনাকাল সম্পর্কে জানা যায় না। ১৯৪০ খ্রিষ্টাব্দের ডিসেম্বর মাসে
H.M.V.
রেকর্ড কোম্পানি থেকে গানটির প্রথম রেকর্ড প্রকাশ হয়েছিল। সেই
সময় নজরুল ইসলামের বয়স ছিল ৪১ বৎসর।
-
খ.
প্রকাশ ও গ্রন্থভুক্তি:
- গ্রন্থ:
-
নজরুল-সঙ্গীত সংগ্রহ
(নজরুল ইনস্টিটিউট। ফেব্রুয়ারি ২০১২)।
৫২ সংখ্যক গান।
পৃষ্ঠা: ১৭।
-
নজরুল-সঙ্গীত স্বরলিপি,
তৃতীয় খণ্ড (নজরুল
ইনস্টিটিউট।
এপ্রিল ১৯৯৬)। ২য়
গান। পৃষ্ঠা: ৩১-৩৩।
H.M.V. N
27056.। শিল্পী:
সুধা ব্যাণার্জী। সুর: শৈলেশ দত্তগুপ্ত। দাদরা।
- একশো গানের নজরুল স্বরলিপি,
সপ্তম খণ্ড (হরফ প্রকাশনী। জানুয়ারি ২০০০)।
৪৬ সংখ্যক গান। মিশ্র ভেরবী─দাদ্রা।
সুরকার─কাজী
নজরুল। পৃষ্ঠা:
১০৩-১০৫।
-
সুনির্বাচিত নজরুল গীতির স্বরলিপি, প্রথম খণ্ড (সাহিত্যম।
অক্টোবর ১৯৭৫)। ১০ সংখ্যক গান।
পৃষ্ঠা: ৪০-৪২।
- নজরুল গীতি, অখণ্ড (আব্দুল
আজীজ আল-আমান, সম্পাদিত)। (হরফ প্রকাশনী।
জানুয়ারি ২০০৪)। কাব্য-গীতি। গান:
১১। পৃষ্ঠা: ৪।
-
বেতার:
- পত্রিকা:
- রেকর্ড
সূত্র:
- ১৯৪০
খ্রিষ্টাব্দের ডিসেম্বর মাসে
H.M.V.
রেকর্ড কোম্পানি গানটি প্রথম রেকর্ড করে। রেকর্ড নং-
N.
27056।
শিল্পী ছিলেন সুধা বন্দ্যোপাধ্যায়।
সুর করেছিলেন শৈলেশ দত্তগুপ্ত। [শ্রবণ
নমুনা]
-
গ.
সঙ্গীত
বিষয়ক তথ্যাবলী:
- সুরকার :
-
স্বরলিপিকার:
- সুধীন দাশ। [নজরুল-সঙ্গীত স্বরলিপি,
তৃতীয় খণ্ড (নজরুল
ইনস্টিটিউট।
এপ্রিল ১৯৯৬)]
- মনোরঞ্জন সেন।
[একশো গানের নজরুল স্বরলিপি, সপ্তম খণ্ড (হরফ প্রকাশনী।
জানুয়ারি ২০০০)]
- কাজী
অনিরুদ্ধ। [সুনির্বাচিত নজরুল গীতির স্বরলিপি, প্রথম খণ্ড
(সাহিত্যম। অক্টোবর ১৯৭৫)]
-
সুর ও তাল:
-
রাগ :
মিশ্র ভৈরবী। [একশো গানের নজরুল স্বরলিপি,
সপ্তম খণ্ড (হরফ প্রকাশনী। জানুয়ারি ২০০০)]
-
তাল
:
দাদ্রা।
- লয় :
- পর্যায়:
- সুরাঙ্গ:
- গ্রহস্বর: