শ্রবণ নমুনা: যূথিকা রায়] |
৫২৭.
তাল:
দাদ্রা
ভীরু এ মনের কলি ফোটালে না কেন ফোটালে না
−−
জয় করে কেন নিলে না আমারে, কেন তুমি গেলে চলি॥
ভাঙিয়া দিলে
না কেন মোর ভয়,
কেন ফিরে গেলে
শুনি অনুনয়;
কেন সে বেদনা বুঝিতে পার না মুখে যাহা নাহি বলি॥
কেন চাহিলে না জল নদী তীরে এসে,
অকরুণ অভিমানে চলে গেলে মরু-তৃষ্ণার দেশে॥
ঝোড়ো হাওয়া
ঝরা পাতারে যেমন
তুলে নেয় তার
বক্ষে আপন
কেন কাড়িয়া নিলে না তেমনি করিয়া মোর ফুল অঞ্জলি॥
ভাবসন্ধান:
১. প্রকাশ ও গ্রন্থভুক্তি:
নজরুল-সঙ্গীত সংগ্রহ, ৫২৭ সংখ্যক গান (নজরুল ইনস্টিটিউট, মাঘ ১৪১৮। ফেব্রুয়ারি ২০১২)। পৃষ্ঠা: ১৬১-১৬২।
নজরুল-সঙ্গীত স্বরলিপি, বত্রিশতম খণ্ড, ১২ সংখ্যক গান (নজরুল ইন্সটিটিউট, ফাল্গুন ১৪১৫। ফেব্রুয়ারি ২০০৯)। পৃষ্ঠা: ৪৫-৪৭।
একশো গানের নজরুল স্বরলিপি, দ্বিতীয় খণ্ড, ৭০ সংখ্যক গান (হরফ প্রকাশনী, পৌষ ১৪০৬। জানুয়ারি ২০০০)। পৃষ্ঠা: ১৫৬-১৫৮।
সুনির্বাচিত নজরুল গীতির স্বরলিপি, প্রথম খণ্ড, ৭২ সংখ্যক গান (সাহিত্যম, মহালয়া ১৩৮২ বঙ্গাব্দ। অক্টোবর ১৯৭৫ খ্রিষ্টাব্দ)। পৃষ্ঠা: ১৮৯-১৯০।
নজরুল সুরলিপি, দ্বিতীয় খণ্ড, ৩ সংখ্যক গান (নজরুল একাডেমী, মে ১৯৮২)। পৃষ্ঠা: ৭-৮।
নজরুল-গীতি, অখণ্ড। কাব্য-গীতি, ২৩৪ সংখ্যক গান (হরফ প্রকাশনী, মাঘ ১৪১০। জানুয়ারি ২০০৪)। পৃষ্ঠা: ৬২।
২. রেকর্ড সূত্র : ১৯৪২ খ্রিষ্টাব্দের ডিসেম্বর মাসে H.M.V. রেকর্ড কোম্পানি গানটি প্রথম রেকর্ড করে। রেকর্ড নং N. 27337. । শিল্পী ছিলেন যূথিকা রায়। গানটির সুর করেছিলেন কমল দাশগুপ্ত।
৩. রচনাকাল : গানটির রচনাকাল সম্পর্কে জানা যায় না। ১৯৪৫ খ্রিষ্টাব্দের জুন মাসে H.M.V. রেকর্ড কোম্পানি থেকে গানটির প্রথম রেকর্ড প্রকাশিত হয়েছিল। সেই সময় নজরুল ইসলামের বয়স ছিল ৪৬ বৎসর।
৪. প্রাসঙ্গিক পাঠ :
৫. সুরকার: কমল দাশগুপ্ত।
৬. স্বরলিপিকার :
৭.
সঙ্গীত বিষয়ক তথ্যাবলী :
তাল: দাদরা।
গ্রহস্বর: ধা।