৫২৯. রাগ: ভৈরবী, তাল: দাদ্রা আঁখি তোল আঁখি তোল না, দানো করুণা, ওগো অরুণা, মেলি, নয়ন জীর্ণ কানন কর তরুণা॥ আঁখি যে তোমার বনের পাখি− ঘুম যে ভাঙায় আঁধারে ডাকি’, আলোর-সাগর জাগাও বরুণা’॥
তব আনত
আঁখির পাতার কোলে |
১. প্রকাশ ও গ্রন্থভুক্তি:
নজরুল-সঙ্গীত সংগ্রহ [নজরুল ইন্সটিটিউট, ফেব্রুয়ারি ২০১১] নামক গ্রন্থের ৫৩০ সংখ্যক গান। পৃষ্ঠা: ১৬২।
২.
রেকর্ড সূত্র: ।
৩. রচনাকাল:
৪. প্রাসঙ্গিক পাঠ:
৫. সুরকার:
৬. স্বরলিপিকার:
৭.
সঙ্গীত বিষয়ক তথ্যাবলী: