বিষয় :
নজরুল
সঙ্গীত।
গান সংখ্যা : ৫৩২.
শিরোনাম
:
মমতাজ মমতাজ তোমার তাজমহল
পাঠ ও পাঠভেদ:
তাল: দাদ্রা
মমতাজ মমতাজ তোমার তাজমহল
যেন ফেরদৌসের এক মুঠো প্রেম,
বৃন্দাবনের এক মুঠো প্রেম, আজো করে ঝলমল॥
কত সম্রাট হ'ল ধূলি স্মৃতির গোরস্তানে
পৃথিবী ভুলিতে নারে প্রেমিক শাহ্জাহানে,
শ্বেত মর্মরে সেই বিরহীর ক্রন্দন-মর্মর গুঞ্জরে অবিরল॥
কেমনে জানিল শাজাহান ─ প্রেম পৃথিবীতে ম'রে যায়,
তাই পাষাণ প্রেমের স্মৃতি রেখে গেল পাষাণে লিখিয়া হায়!
যেন তাজের পাষাণ অঞ্জলি ল'য়ে নিঠুর বিধাতা পানে
অতৃপ্ত প্রেম বিরহী আত্মা আজো অভিযোগ হানে!
বুঝি সেই লাজে বালুকায় মুখ লুকাইতে চায় শীর্ণা যমুনা জল॥
খ. প্রকাশ ও গ্রন্থভুক্তি:
বেতার:
১. একক অনুষ্ঠান। তারিখ─২২ জুন, ১৯৪১ খ্রিষ্টাব্দ। শিল্পী: ইলা ঘোষ।
২. সঙ্গীতালেখ্য─পঞ্চাঙ্গনা। তারিখ─২৩ আগষ্ট, ১৯৪১ খ্রিষ্টাব্দ। শিল্পী: ইলা ঘোষ।
সঙ্গীতালেখ্য: পঞ্চাঙ্গনা।