বিষয়: নজরুল সঙ্গীত
গান সংখ্যা :
.
শিরোনাম :
যায় ঝিল্‌মিল্‌ ঝিল্‌মিল্‌ ঢেউ তুলে দেহের কূলে

পাঠ ও পাঠভেদ:

                  ৫৪.
          রাগ: ভীমপলশ্রী,
 তালঃ ফেরতা (কাহার্‌বা ও দ্রুত দাদরা)
যায়   ঝিল্‌মিল্‌ ঝিল্‌মিল্‌ ঢেউ তুলে দেহের কূলে
        কে চঞ্চলা দিগঞ্চলা মেঘ-ঘন-কুন্তলা।
        দেয় দোলা পুর-সমীরণে বনে বনে দেয় দোলা॥
        চলে নাগরি দোলে ঘাগরি
        কাঁখে বরষা-জলের গাগরি
        বাজে নূপুর-সুর-লহরি
        রিমি ঝিম্‌, রিম্‌ ঝিম্‌, রিম্‌ ঝিম্‌ চল-চপলা॥
        দেয়ারই তালে কেয়া কদম নাচে
        ময়ূর-ময়ূরী নাচে তমাল-গাছে।
        এলায়ে মেঘ-বেণী কাল-ফণি
        আসিল কি দেব-কুমারী নন্দন-পথ-ভোলা॥

ভাবসন্ধান:

তথ্যানুসন্ধান: