বিষয়:
নজরুল
সঙ্গীত।
গান সংখ্যা : ৫৪.
শিরোনাম
:
যায় ঝিল্মিল্ ঝিল্মিল্ ঢেউ
তুলে দেহের কূলে
পাঠ ও
পাঠভেদ:
৫৪.
রাগ:
ভীমপলশ্রী,
তালঃ ফেরতা (কাহার্বা ও দ্রুত দাদরা)
যায় ঝিল্মিল্ ঝিল্মিল্ ঢেউ তুলে দেহের কূলে
কে চঞ্চলা দিগঞ্চলা মেঘ-ঘন-কুন্তলা।
দেয় দোলা পুর-সমীরণে বনে বনে দেয় দোলা॥
চলে নাগরি দোলে ঘাগরি
কাঁখে বরষা-জলের গাগরি
বাজে নূপুর-সুর-লহরি
রিমি ঝিম্, রিম্ ঝিম্, রিম্ ঝিম্ চল-চপলা॥
দেয়ারই তালে কেয়া কদম নাচে
ময়ূর-ময়ূরী নাচে তমাল-গাছে।
এলায়ে মেঘ-বেণী কাল-ফণি
আসিল কি দেব-কুমারী নন্দন-পথ-ভোলা॥
- পাঠভেদ:
-
চলে নাগরি দোলে ঘাগরি
কাঁখে বরষা-জলের গাগরি
বাজে নূপুর-সুর-লহরি [নজরুল-সঙ্গীত সংগ্রহ
(নজরুল ইনস্টিটিউট। ফেব্রুয়ারি ২০১২)]
চলে নাগরী দোলে ঘাগরী
কাঁখে বরষা-জলের গাগরী
বাজে নূপুর-সুর-লহরী
[নজরুল-সঙ্গীত
স্বরলিপি,
তৃতীয় খণ্ড (নজরুল
ইনস্টিটিউট।
এপ্রিল ১৯৯৬)]
-
দেয়ারই তালে কেয়া কদম নাচে
[নজরুল-সঙ্গীত সংগ্রহ
(নজরুল ইনস্টিটিউট। ফেব্রুয়ারি ২০১২)]
দেয়ারি তালে কেয়া কদম নাচে
[নজরুল-সঙ্গীত
স্বরলিপি,
তৃতীয় খণ্ড (নজরুল
ইনস্টিটিউট।
এপ্রিল ১৯৯৬)]
- পাঠভেদ আছে।
১. দেয় দোলা পূব-সমীরণে
বনে বনে দেয়
দোলা [রেকর্ডনং
F.T. 3328]
দেয় দোলা সে দেয় দোলা
পূব-হাওয়াতে বনে বনে দেয় দোলা
[নজরুল-গীতি-অখণ্ড, আবদুল আজীজ
আল-আমান সম্পাদিত]
দেয় দোলা সে দেয় দোলা
পূব-হাওয়াতে বনে বনে দেয়
দোলা [গীতি-সংকলনঃ কাজী নজরুল ইসলাম,
রফিকুল ইসলাম সম্পাদিত]
২.
দেয়ারি তালে কেয়া
কদম নাচে
ময়ূর-ময়ূরী
নাচে তমাল-গাছে। [রেকর্ডনং
F.T. 3328]
দেয়ারি
তালে কেয়া কদম নাচে
চাতক-চাতকী
নাচে তমাল-গাছে।
[নজরুল-গীতি-অখণ্ড, আবদুল আজীজ আল-আমান সম্পাদিত]
দেয়ারি তালে কেয়া
কদম নাচে
চাতক-চাতকী
নাচে তমাল-গাছে।
[গীতি-সংকলনঃ কাজী নজরুল ইসলাম, রফিকুল ইসলাম সম্পাদিত]
ভাবসন্ধান:
তথ্যানুসন্ধান:
-
ক. রচনাকাল ও স্থান:
গানটির
রচনাকাল সম্পর্কে জানা যায় না। ১৯৩৪
খ্রিষ্টাব্দের জুন মাসে
TWIN.
রেকর্ড কোম্পানি থেকে গানটির প্রথম রেকর্ড প্রকাশ হয়েছিল। সেই
সময়, নজরুল ইসলামের বয়স ছিল ৩৫ বৎসর।
-
খ.
প্রকাশ ও গ্রন্থভুক্তি:
- গ্রন্থ:
-
নজরুল-সঙ্গীত সংগ্রহ
(নজরুল ইনস্টিটিউট। ফেব্রুয়ারি ২০১২)।
৫৪ সংখ্যক গান।
পৃষ্ঠা: ১৮।
-
নজরুল-সঙ্গীত স্বরলিপি,
তৃতীয় খণ্ড (নজরুল
ইনস্টিটিউট।
এপ্রিল ১৯৯৬)। ৪ সংখ্যক
গান। পৃষ্ঠা:
৩৭ -৪০।
TWIN
FT 3328.। শিল্পী:
মিস্ আশালতা। নৃত্য-সম্বলিত। ফেরতা।
- একশো গানের নজরুল স্বরলিপি,
নবম খণ্ড (হরফ প্রকাশনী।
জানুয়ারি ২০০০)। ১৫ সংখ্যক গান।
কাজরী। তাল্ফেরতা (কাহারবা ও দাদ্রা)।
পৃষ্ঠা: ৩৯-৪০।
- নজরুল গীতি, অখণ্ড (আব্দুল
আজীজ আল-আমান, সম্পাদিত)। (হরফ প্রকাশনী।
জানুয়ারি ২০০৪)। কাব্য-গীতি। গান:
৬৭৬। পৃষ্ঠা: ১৭৫-১৭৬।
- গানের মালা (২৩
অক্টোবর, ১৯৩৪ খ্রিষ্টাব্দ)। [নজরুল-রচনাবলী─ষষ্ঠ
খণ্ড (বাংলা
একাডেমী। ২৭ আগস্ট, ২০০৭)]।
৯৩
সংখ্যক গান।
ভীমপলশ্রী─কার্ফা।
পৃষ্ঠা:
২৪৯।
-
বেতার:
- পত্রিকা:
- রেকর্ড
সূত্র:
-
১৯৩৪ খ্রিষ্টাব্দের জুন মাসে
TWIN.
রেকর্ড কোম্পানি গানটি প্রথম রেকর্ড করে।
রেকর্ড নং-
F.T. 3328.। শিল্পী ছিলেন মিস আশালতা।
তাল: ফেরতা।