বিষয় :
নজরুল
সঙ্গীত।
গান সংখ্যা : ৫৪১.
শিরোনাম
:
নূরজাহান, নূরজাহান !
সিন্ধু নদীতে ভেসে,
পাঠ ও পাঠভেদ:
সঙ্গীতালেখ্য : 'পঞ্চাঙ্গনা', তাল : কাহার্বা
নূরজাহান, নূরজাহান!
সিন্ধু নদীতে ভেসে,
এলে মেঘলামতীর দেশে, ইরানি গুলিস্তান॥
নার্গিস লালা গোলাপ আঙ্গুর-লতা
শিঁরি ফরহাদ সিরাজের উপকথা
এনেছিলে তুমি তনুর পেয়ালা ভরি'
বুলবুলি দিলরুবা রবাবের গান॥
তব প্রেমে উন্মাদ ভুলিল সেলিম, সে যে রাজাধিরাজ ─
চন্দন সম মাখিল অঙ্গে কলঙ্ক লোক-লাজ।
যে কলঙ্ক লয়ে হাসে চাঁদ নীল আকাশে,
যাহা লেখা থাকে শুধু প্রেমিকের ইতিহাসে,
দেবে চিরদিন নন্দন-লোক-চারী
তব সেই কলঙ্ক সে প্রেমের সম্মান॥
খ. প্রকাশ ও গ্রন্থভুক্তি:
বেতার:
১. সঙ্গীতালেখ্য─পঞ্চাঙ্গনা। তারিখ: ২৩ আগষ্ট, ১৯৪১ খ্রিষ্টাব্দ। শিল্পী: ইলা ঘোষ। সুর: নজরুল ইসলাম।
২. একক অনুষ্ঠান। তারিখ: ১০ আগষ্ট, ১৯৪১ খ্রিষ্টাব্দ। শিল্পী: শৈল দেবী।
পত্রিকা:
১. সওগাত। বৈশাখ, ১৩৪৮ বঙ্গাব্দ।
২.
বেতার জগৎ। ০১ আগষ্ট, ১৯৪১ খ্রিষ্টাব্দ (স্বরলিপি-সহ)। স্বরলিপিকার: জগৎ
ঘটক।
শিরোনাম: এবারের একটি গান। কথা ও সুর: নজরুল ইসলাম।
সঙ্গীতালেখ্য: পঞ্চাঙ্গনা।
গ. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:
স্বরলিপিকার :