বিষয়:
নজরুল
সঙ্গীত।
গান সংখ্যা : ৫৫.
শিরোনাম
:
আহার দেবেন তিনি রে মন
জীব দিয়াছেন যিনি।
পাঠ ও
পাঠভেদ:
৫৫.
তাল: দাদ্রা
আহার দেবেন তিনি রে মন জীব দিয়াছেন যিনি।
তোরে সৃষ্টি ক'রে তোর কাছে যে আছেন তিনি ঋণী॥
সারা জীবন চেষ্টা ক'রে, ভিক্ষা-মুষ্টি আনলি ঘরে
(ও মন) তাঁর কাছে তুই হাত পেতে দেখ্ কি
দান দেন তিনি॥
না চাইতে ক্ষেতের ফসল পায় বৃষ্টির জল
তুই যে পেলি পুত্র-কন্যা তোরে কে দিল তা বল।
যাঁর করুণায় এত পেলি, তাঁরেই কেবল ভুলে গেলি
(তোর) ভাবনার ভার দিয়ে তাঁকে ডাক্ রে
নিশিদিন-ই॥
- পাঠভেদ:
-
আহার দেবেন তিনি রে মন জীব দিয়াছেন যিনি। [নজরুল-সঙ্গীত সংগ্রহ
(নজরুল ইনস্টিটিউট। ফেব্রুয়ারি ২০১২)]
আহার
দিবেন তিনি রে মন জিভ দিয়াছেন যিনি।
[নজরুল-সঙ্গীত
স্বরলিপি,
তৃতীয় খণ্ড (নজরুল
ইনস্টিটিউট।
এপ্রিল ১৯৯৬)]
-
পাঠভেদ আছে।
১.
আহার
দিবেন তিনি রে মন জিভ* দিয়াছেন যিনি [রেকর্ড নং
N.
17454]
আহার
দেবেন তিনিই ওরে জীব* দিয়াছেন যিনি
[নজরুল-গীতি-অখণ্ড, আবদুল আজীজ আল-আমান সম্পাদিত]
** 'জিভ' দিয়াছেন কথাটি অর্থপূর্ণ, 'জীব' এর ক্ষেত্রে 'সৃষ্টি
করিয়াছেন' হওয়াই যথার্থ।
২.
তারেই কেবল ভুলে গেলি [রেকর্ড নং
N.
17454]
কেবল তা'রেই
ভুলে গেলি
[নজরুল-গীতি-অখণ্ড, আবদুল আজীজ আল-আমান সম্পাদিত]
৩. (তোর)
ভাবনার ভার দিয়ে তাঁকে ডাকরে নিশিদিন-ই
[রেকর্ড নং
N.
17454]
ও
তোর
ভাবনার ফল ছেড়ে
তাকে ডাকরে নিশিদিনই [শ্রেষ্ঠ নজরুল-স্বরলিপি-আখণ্ড, স্বরলিপিকার: নিতাই ঘটক।]
তোর
ভাবনার ফল ছেড়ে
তাঁকে ডাকরে নিশিদিনই
['হিন্দোল', তৃতীয় খণ্ড,
স্বরলিপিকার:
মফিজুল ইসলাম।]
৪. তাঁর
কাছে তুই হাত পেতে দেখ্ কি দান দেন তিনি
[রেকর্ড নং
N.
17454]
তাঁর
কাছে তুই হাত পেতে দ্যাখ্ কি দাম দেন তিনি।
ভাবসন্ধান:
তথ্যানুসন্ধান:
-
ক. রচনাকাল ও স্থান:
গানটির
রচনাকাল সম্পর্কে জানা যায় না। ১৯৩৮
খ্রিষ্টাব্দের মার্চ মাসে
H.M.V.
রেকর্ড কোম্পানি থেকে গানটির প্রথম রেকর্ড প্রকাশ হয়েছিল। সেই
সময়, নজরুল ইসলামের বয়স ছিল ৩৯ বৎসর।
-
খ.
প্রকাশ ও গ্রন্থভুক্তি:
- গ্রন্থ:
-
নজরুল-সঙ্গীত সংগ্রহ
(নজরুল ইনস্টিটিউট। ফেব্রুয়ারি ২০১২)।
৫৫ সংখ্যক গান।
পৃষ্ঠা: ১৮।
-
নজরুল-সঙ্গীত স্বরলিপি,
তৃতীয় খণ্ড (নজরুল
ইনস্টিটিউট।
এপ্রিল ১৯৯৬)। ৫ সংখ্যক
গান। পৃষ্ঠা: ৪১-৪৪।
H.M.V.
N 17054.। শিল্পী:
কে. মল্লিক।
ভক্তিমূলক। দাদ্রা।
- একশো গানের নজরুল স্বরলিপি,
ষষ্ঠ খণ্ড, (হরফ প্রকাশনী। মে ১৯৮৯)।
১৬৩ সংখ্যক গান। দরবেশী। বাউল। পৃষ্ঠা:
৪১৮-৪২০।
- শ্রেষ্ঠ নজরুল স্বরলিপি
(হরফ প্রকাশনী।
Deluxe Edition : July 2011)।
১৬৩ সংখ্যক গান। দরবেশী। পৃষ্ঠা:
৪১৮-৪২০।
- নজরুল সুরমালিকা-১
(ডি. এম. লাইব্রেরী। নভেম্বর ২০০২)। ২২ সংখ্যক
গান। পৃষ্ঠা: ৫৮-৬০।
H.M.V.
মার্চ, ১৯৩৮।
N 17054.।
শিল্পী:
কে. মল্লিক।
- নজরুল গীতি, অখণ্ড (আব্দুল
আজীজ আল-আমান, সম্পাদিত)। (হরফ প্রকাশনী।
জানুয়ারি ২০০৪)। ভক্তিগীতি।
গান: ১২৫৬। পৃষ্ঠা: ৩২৪।
-
বেতার:
- পত্রিকা:
- রেকর্ড
সূত্র:
-
১৯৩৮ খ্রিষ্টাব্দের মার্চ মাসে
H.M.V.
রেকর্ড কোম্পানি গানটি প্রথম রেকর্ড করে।
রেকর্ড নং-
N. 17054.। শিল্পী
ছিলেন কে. মল্লিক। [শ্রবণ
নমুনা]
-
সুর ও তাল:
- পর্যায়:
ভক্তিমূলক গান।
- সুরাঙ্গ: বাউল।
দরবেশী।
- গ্রহস্বর:
- ণ্। [নজরুল-সঙ্গীত স্বরলিপি,
তৃতীয় খণ্ড (নজরুল
ইনস্টিটিউট।
এপ্রিল ১৯৯৬)]
- ণ্। [নজরুল
সুরমালিকা-১ (ডি. এম. লাইব্রেরী। নভেম্বর ২০০২)]
- সা। [একশো
গানের নজরুল স্বরলিপি, ষষ্ঠ খণ্ড, (হরফ প্রকাশনী।
মে ১৯৮৯)]
- সা। [শ্রেষ্ঠ
নজরুল স্বরলিপি (হরফ প্রকাশনী।
Deluxe Edition : July 2011)]