বিষয়:
নজরুল
সঙ্গীত।
গান সংখ্যা : ৫৯.
শিরোনাম
: সাহারাতে ফুট্ল
রে রঙিন গুলে লালা
পাঠ ও পাঠভেদ:
৫৯.
তাল: কাহার্বা
সাহারাতে ফুট্ল রে রঙিন গুলে লালা
সেই ফুলেরি খোশ্বুতে আজ দুনিয়া মাতোয়ালা॥
সে ফুল নিয়ে কাড়াকাড়ি চাঁদ-সুরুজ গ্রহ-তারায়
ঝুঁকে প'ড়ে চুমে সে ফুল নীল গগন নিরালা॥
সেই ফুলেরি রওশনিতে আরশ কুর্সি রওশন্
সেই ফুলেরি রঙ লেগে আজ ত্রিভুবন উজালা॥
চাহে সে ফুল জ্বীন ও ইন্সান্ হুরপরী ফেরেশ্তায়
ফকির দরবেশ বাদশা চাহে করিতে গলার মালা (তারে)।
চেনে রসিক ভ্রমর, বুলবুল সেই ফুলের ঠিকানা
কেউ বলে হযরত মোহাম্মদ (বলে) কেউ বা কমলিওয়ালা॥
ভাবসন্ধান:
তথ্যানুসন্ধান:
ক. রচনাকাল ও স্থান:
গানটির
রচনাকাল সম্পর্কে জানা যায় না। ১৯৩৪
খ্রিষ্টাব্দের মে মাসে
TWIN.
রেকর্ড কোম্পানি থেকে গানটির প্রথম রেকর্ড প্রকাশ হয়েছিল। সেই
সময়, নজরুল ইসলামের বয়স ছিল ৩৫ বৎসর।
খ. প্রকাশ ও গ্রন্থভুক্তি:
বেতার:
গ. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী: