বিষয়:
নজরুল
সঙ্গীত।
গান সংখ্যা : ৬০.
শিরোনাম
:
নিশি-পবন!
নিশি-পবন! ফুলের দেশে যাও
পাঠ ও
পাঠভেদ:
৬০.
তাল: দ্রুত-
দাদরা
নিশি-পবন! নিশি-পবন! ফুলের দেশে যাও
ফুলের বনে
ঘুমায় কন্যা তাহারে জাগাও
─ যাও যাও যাও॥
মৌ-টুস্টুস্ মুখখানি তার ঢেউ-খেলানো চুল
(ওরে) ভোমরার ঝাঁক-ঘেরা যেন ভোরের পদ্ম-ফুল
হাসিতে তার মাঠের সরল বাঁশির আভাস পাও
যাও যাও যাও॥
চাঁপা
ফুলের পুত্লি-ঘেরা চাঁপা রঙের শাড়ি
তারেই দেখতে আকাশ-গাঙে (ওরে) চাঁদ দেয় রে পাড়ি।
তার একটুখানি চোখের আদল বাদল-মেঘে পাও।
যাও
যাও যাও॥
ধীরে ধীরে জাগাইয়ো তায়
ঝরা-কুসুম ফেলিয়া গায়
জাগলে কন্যা যেন রে মোর পত্রখানি দাও
─
যাও
যাও যাও ॥
- পাঠভেদ:
-
পাঠভেদ আছে।
নিশি-পবন!
নিশি-পবন ফুলের দেশে যাও [রেকর্ড নং
N.
17099]
নিশি-পবন!
নিশি-পবন
সেই না দেশে যাও [নজরুল-গীতি-অখণ্ড, আবদুল আজীজ আল-আমান সম্পাদিত]
ভাবসন্ধান:
তথ্যানুসন্ধান:
-
ক. রচনাকাল ও স্থান:
গানটির
রচনাকাল সম্পর্কে জানা যায় না। ১৯৩৮ খ্রিষ্টাব্দের জুন মাসে
H.M.V.
রেকর্ড কোম্পানি থেকে গানটির প্রথম রেকর্ড প্রকাশ হয়েছিল। সেই
সময়, নজরুল ইসলামের বয়স ছিল ৩৯ বৎসর।
-
খ.
প্রকাশ ও গ্রন্থভুক্তি:
- গ্রন্থ:
-
নজরুল-সঙ্গীত সংগ্রহ
(নজরুল ইন্সটিটিউট। ফেব্রুয়ারি ২০১২)।
৬০ সংখ্যক গান।
পৃষ্ঠা: ২০।
-
নজরুল-সঙ্গীত স্বরলিপি,
তৃতীয় খণ্ড (নজরুল ইন্সটিটিউট।
এপ্রিল ১৯৯৬)। ১০ সংখ্যক
গান। পৃষ্ঠা: ৬০-৬৩।
H.M.V. N. 17099.। শিল্পী: মৃণালকান্তি ঘোষ। সুর:
গিরীন চক্রবর্তী। পল্লীগীতি। দ্রুত-দাদ্রা।
- একশো গানের নজরুল স্বরলিপি,
প্রথম খণ্ড (হরফ প্রকাশনী।
জানুয়ারি ২০০০)। ৯৪ সংখ্যক গান।
পৃষ্ঠা: ২৩০-২৩২।
-
সুনির্বাচিত নজরুল গীতির স্বরলিপি, প্রথম খণ্ড (সাহিত্যম।
অক্টোবর ১৯৭৫)। ৮৬ সংখ্যক গান।
পৃষ্ঠা: ২১৮-২২০।
-
নজরুল গীতি, অখণ্ড (আব্দুল
আজীজ আল-আমান, সম্পাদিত)। (হরফ প্রকাশনী।
জানুয়ারি ২০০৪)। লোকগীতি─গ্রাম্যসুর। গান:
২০৬৪। পৃষ্ঠা: ৫৪৫-৫৪৬।
-
বুলবুল─দ্বিতীয়
খণ্ড (১১ জ্যৈষ্ঠ ১৩৫৯ বঙ্গাব্দ)। [নজরুল-রচনাবলী─ষষ্ঠ
খণ্ড (বাংলা
একাডেমী। ২৭ আগস্ট, ২০০৭)]।
৯২ সংখ্যক গান।
পৃষ্ঠা: ৩০০-৩০১।
-
বেতার:
- পত্রিকা:
- রেকর্ড
সূত্র:
-
১৯৩৮ খ্রিষ্টাব্দের
জুন মাসে
H.M.V. রেকর্ড কোম্পানি গানটি প্রথম
রেকর্ড করে। রেকর্ড নং-
N. 17099.।
শিল্পী ছিলেন
মৃণালকান্তি ঘোষ। সুর করেছিলেন
গিরীন চক্রবর্তী। শ্রেণী: গাঁয়েলি। [শ্রবণ
নমুনা]