বিষয়:
নজরুল
সঙ্গীত।
গান সংখ্যা : ৬১.
শিরোনাম
: খোদার প্রেমের
শরাব পিয়ে বেহুঁশ হয়ে রই প'ড়ে
পাঠ ও
পাঠভেদ:
৬১.
রাগ: মাঢ় মিশ্র, তাল:
কাহার্বা
খোদার প্রেমের শরাব পিয়ে বেহুঁশ হয়ে রই প'ড়ে
ছেড়ে' মস্জিদ আমার মুর্শিদ এলো যে এই পথ ধ'রে॥
দুনিয়াদারির শেষে আমার নামাজ রোজার বদ্লাতে
চাইনে বেহেশ্ত্ খোদার কাছে নিত্য মোনাজাত ক'রে॥
কায়েস যেমন লাইলী লাগি' লভিল মজনু খেতাব
যেমন ফরহাদ শিঁরির প্রেমে হ'ল দিওয়ানা বেতাব।
বে-খুদীতে মশ্গুল আমি তেমনি মোর খোদার তরে॥
ভাবসন্ধান:
তথ্যানুসন্ধান:
-
ক. রচনাকাল ও স্থান:
গানটির
রচনাকাল সম্পর্কে জানা যায় না। ১৯৩৪
খ্রিষ্টাব্দের মে মাসে
TWIN.
রেকর্ড কোম্পানি থেকে গানটির প্রথম রেকর্ড প্রকাশ হয়েছিল। সেই
সময়, নজরুল ইসলামের বয়স ছিল ৩৫ বৎসর।
-
খ.
প্রকাশ ও গ্রন্থভুক্তি:
- গ্রন্থ:
-
নজরুল-সঙ্গীত সংগ্রহ
(নজরুল ইন্সটিটিউট। ফেব্রুয়ারি ২০১২)।
৬১
সংখ্যক গান।
পৃষ্ঠা: ২০।
-
নজরুল-সঙ্গীত স্বরলিপি,
তৃতীয় খণ্ড (নজরুল ইন্সটিটিউট।
এপ্রিল ১৯৯৬)। ১১ সংখ্যক
গান। পৃষ্ঠা: ৬৪-৬৬।
TWIN
FT 3217.।
শিল্পী: আব্বাসউদ্দীন আহমদ। ইসলামী। কাহারবা।
- একশো গানের নজরুল স্বরলিপি,
দশম খণ্ড (হরফ প্রকাশনী। জানুয়ারি ২০০০)।
৭৮ সংখ্যক গান। পৃষ্ঠা:
১৯৪-১৯৭।
টুইন। এফ.টি. ৩২১৭। শিল্পী: আব্বাসউদ্দীন। ১৯৩৪।
- নজরুল সুরলিপি, সপ্তম
খণ্ড (নজরুল একাডেমী। জানুয়ারি ১৯৮৪)।
৪ সংখ্যক গান। পৃষ্ঠা: ১০-১২।
TWIN
FT 3217.।
শিল্পী: আব্বাসউদ্দীন আহমদ।
- নজরুল গীতি, অখণ্ড
(আব্দুল আজীজ আল-আমান, সম্পাদিত)। (হরফ
প্রকাশনী। জানুয়ারি ২০০৪)।
ইসলামী গান। গান: ১০৫৭। মাঢ় মিশ্র─কার্ফা।
পৃষ্ঠা: ২৬৭।
- জুলফিকার
(১৩ অক্টোবর খ্রিষ্টাব্দ)। [নজরুল-রচনাবলী─চতুর্থ
খণ্ড (বাংলা
একাডেমী। ২৫ মে, ২০০৭)]।
১৬
সংখ্যক গান। মাঢ় মিশ্র─কার্ফা।
পৃষ্ঠা: ৩০০-৩০১।
-
বেতার:
- পত্রিকা:
- রেকর্ড
সূত্র:
-
১৯৩৪ খ্রিষ্টাব্দের মে
মাসে
TWIN. রেকর্ড কোম্পানি গানটি প্রথম রেকর্ড করে।
রেকর্ড নং-
F.T. 3217.।
শিল্পী ছিলেন আব্বাসউদ্দীন। [শ্রবণ
নমুনা]