বিষয়: নজরুল সঙ্গীত
গান সংখ্যা :
.
শিরোনাম :
ওকে ট'লে ট'লে চলে একলা গোরী

পাঠ ও পাঠভেদ:

                    ৬২.
তাল: ফের্তা (দ্রুত-দাদ্‌রা ও কাহারবা)
    ওকে ট'লে ট'লে চলে একলা গোরী
    নব-যৌবনা নীল-বসনা কাঁখে গাগরি॥
    মদির মন্দ বায় অঞ্চল দোলে
    খোঁপা খুলে দোলে আকুল কবরী।
    তারে ছল ছল দূরে ডাকে নদী
    তারি' নাম যপে পাপিয়া নিরবধি
    ডাকে বনের কিশোর বাজায়ে বাঁশরি॥

ভাবসন্ধান:

তথ্যানুসন্ধান: