বিষয়:
নজরুল
সঙ্গীত।
গান সংখ্যা : ৬২.
শিরোনাম
: ওকে ট'লে ট'লে চলে
একলা গোরী
পাঠ ও
পাঠভেদ:
৬২.
তাল: ফের্তা (দ্রুত-দাদ্রা ও কাহারবা)
ওকে ট'লে ট'লে চলে একলা গোরী
নব-যৌবনা নীল-বসনা কাঁখে গাগরি॥
মদির মন্দ বায় অঞ্চল দোলে
খোঁপা খুলে দোলে আকুল কবরী।
তারে ছল ছল দূরে ডাকে নদী
তারি' নাম যপে পাপিয়া নিরবধি
ডাকে বনের কিশোর বাজায়ে বাঁশরি॥
- পাঠভেদ:
-
পাঠভেদ আছে।
ডাকে বনের কিশোর বাজায়ে
বাঁশরী [রেকর্ড নং
F.T. 12351]
ডাকে বনের কিশোর বাজায়ে বাঁশের
বাঁশরী [নজরুল-গীতি-অখণ্ড, আবদুল আজীজ আল-আমান সম্পাদিত]
ভাবসন্ধান:
তথ্যানুসন্ধান:
-
ক. রচনাকাল ও স্থান:
গানটির
রচনাকাল সম্পর্কে জানা যায় না। ১৯৩৮
খ্রিষ্টাব্দের এপ্রিল মাসে
TWIN.
রেকর্ড কোম্পানি থেকে গানটির প্রথম রেকর্ড প্রকাশ হয়েছিল। সেই
সময়, নজরুল ইসলামের বয়স ছিল ৩৯ বৎসর।
-
খ.
প্রকাশ ও গ্রন্থভুক্তি:
- গ্রন্থ:
-
নজরুল-সঙ্গীত সংগ্রহ
(নজরুল ইন্সটিটিউট। ফেব্রুয়ারি ২০১২)।
৬২ সংখ্যক গান।
পৃষ্ঠা: ২০।
-
নজরুল-সঙ্গীত স্বরলিপি,
তৃতীয় খণ্ড (নজরুল ইন্সটিটিউট।
এপ্রিল ১৯৯৬)। ১২ সংখ্যক
গান। পৃষ্ঠা: ৬৭-৬৯।
TWIN. FT 12351।
শিল্পী: রাধারাণী।
নৃত্য-সম্বলিত গান। ফেরতা।
- নজরুল
স্বরলিপি, পঞ্চদশ খণ্ড (হরফ প্রকাশনী।
জানুয়ারি ২০০৭)। ১৪ সংখ্যক গান। পৃষ্ঠা: ২৫-২৬।
শিল্পী: রাধারাণী। টুইন. এফ. টি. ১২৩৫১। এপ্রিল, ১৯৩৮। শ্রেণী:
নৃত্য-সম্বলিত গান। তাল: ফেরতা (কাহারবা-দাদ্রা)।
-
নজরুল গীতি, অখণ্ড (আব্দুল
আজীজ আল-আমান, সম্পাদিত)। (হরফ প্রকাশনী।
জানুয়ারি ২০০৪)। কাব্য-গীতি। গান:
১৬৪। পৃষ্ঠা: ৪৪।
-
অগ্রন্থিত গান [নজরুল-রচনাবলী─একাদশ
খণ্ড (বাংলা একাডেমী।
২৫ মে, ২০১০)]।
৩৫
সংখ্যক গান। পৃষ্ঠা:
১৭।
-
বেতার:
- পত্রিকা:
- রেকর্ড
সূত্র:
-
১৯৩৮ খ্রিষ্টাব্দের
এপ্রিল মাসে
TWIN. রেকর্ড কোম্পানি গানটি প্রথম
রেকর্ড করে। রেকর্ড নং-
F.T. 12351.।
শিল্পী ছিলেন মিস্
রাধারাণী। শ্রেণী: নৃত্য-সম্বলিত। সুর করেছিলেন রঞ্জিৎ রায়।