বিষয়:
নজরুল
সঙ্গীত।
গান সংখ্যা : ৬৩.
শিরোনাম
: ঝর ঝর বারি ঝরে
অম্বর ব্যাপিয়া
পাঠ ও
পাঠভেদ:
৬৩.
রাগ: শুধ্ সারং, তাল: ত্রিতাল
ঝর ঝর বারি ঝরে অম্বর ব্যাপিয়া
এসো এসো মেঘমালা প্রিয়া প্রিয়া॥
দূরে থেকো না এই শ্রাবণ নিশীথে
কাঁদে তব তরে পিয়াসি হিয়া॥
বিজলি খুঁজে ফেরে সুদূর আকাশে
হৃদয়ে কাঁদে প্রেম পাপিয়া পিয়া॥
ভাবসন্ধান:
তথ্যানুসন্ধান:
-
ক. রচনাকাল ও স্থান:
গানটির
রচনাকাল সম্পর্কে জানা যায় না। ১৯৪২
খ্রিষ্টাব্দের আগস্ট মাসে
H.M.V.
রেকর্ড কোম্পানি থেকে গানটির প্রথম রেকর্ড প্রকাশ হয়েছিল। সেই
সময়, নজরুল ইসলামের বয়স ছিল ৪৩ বৎসর।
-
খ.
প্রকাশ ও গ্রন্থভুক্তি:
- গ্রন্থ:
-
নজরুল-সঙ্গীত সংগ্রহ
(নজরুল ইন্সটিটিউট। ফেব্রুয়ারি ২০১২)।
৬৩ সংখ্যক গান।
পৃষ্ঠা: ২০।
-
নজরুল-সঙ্গীত স্বরলিপি,
তৃতীয় খণ্ড (নজরুল ইন্সটিটিউট।
এপ্রিল ১৯৯৬)। ১৩ সংখ্যক
গান। পৃষ্ঠা: ৭০-৭৩।
H.M.V.
N. 27301.।
শিল্পী: সত্যেন ঘোষাল।
রাগ: শুধ্ সারং। ত্রিতাল।
- একশো গানের
নজরুল স্বরলিপি, দ্বাদশ খণ্ড (হরফ
প্রকাশনী। সেপ্টেম্বর ২০০১)। ২৮ সংখ্যক গান।
পৃষ্ঠা: ৩৩-৩৪।
শুদ্ধসারং-খেয়ালাঙ্গ-ত্রিতাল।
-
নজরুল স্বরলিপি,
ত্রয়োদশ খণ্ড (হরফ প্রকাশনী।
জানুয়ারি ২০০৫)। ৫৫ সংখ্যক গান।
পৃষ্ঠা: ৯৯-১০১।
শিল্পী: সত্যেন ঘোষাল। এইচ.এম.ভি. এন ২৭৩০১।
আগষ্ট, ১৯৪২। বর্ষা (খেয়ালাঙ্গ)। শুদ্ধসারং-ত্রিতাল।
-
নজরুল গীতি, অখণ্ড (আব্দুল
আজীজ আল-আমান, সম্পাদিত)। (হরফ প্রকাশনী।
জানুয়ারি ২০০৪)। রাগ-প্রধান গান। গান:
৮৫৯। শুধ্-সারঙ্গ। পৃষ্ঠা: ২১৯।
-
বেতার:
- পত্রিকা:
- রেকর্ড
সূত্র:
-
১৯৪২ খ্রিষ্টাব্দের
আগস্ট মাসে H.M.V.
রেকর্ড কোম্পানি গানটি প্রথম রেকর্ড করে। রেকর্ড নং- N.
27301.।
শিল্পী ছিলেন সত্যেন
ঘোষাল। শুদ্ধ সারং─ত্রিতাল।
[সূত্র:
রেকর্ড কোম্পানীর চুক্তিপত্র ০৬ জুলাই, ১৯৪২ খ্রিষ্টাব্দ]