বিষয়: নজরুল সঙ্গীত
গান সংখ্যা :
৩.
শিরোনাম :
ঝর ঝর বারি ঝরে অম্বর ব্যাপিয়া

পাঠ ও পাঠভেদ:

              ৬৩.
রাগ: শুধ্ সারং, তাল: ত্রিতাল
ঝর ঝর বারি ঝরে অম্বর ব্যাপিয়া
এসো এসো মেঘমালা প্রিয়া প্রিয়া॥
দূরে থেকো না এই শ্রাবণ নিশীথে
কাঁদে তব তরে পিয়াসি হিয়া॥
বিজলি খুঁজে ফেরে সুদূর আকাশে
হৃদয়ে কাঁদে প্রেম পাপিয়া পিয়া॥

ভাবসন্ধান:

তথ্যানুসন্ধান: