৬৩৮.
      রাগ : নীলাম্বরী, তালঃ ত্রিতাল

নীলাম্বরী-শাড়ি পরি' নীল যমুনায় কে যায়?
যেন জলে চলে থল-কমলিনী ভ্রমর নূপুর হয়ে বোলে পায় পায়॥
             কলসে কঙ্কণে রিনিঝিনি ঝনকে,
             চমকায় উন্মন চম্পা বনকে,
দলিত অঞ্জন নয়নে ঝলকে, পলকে খঞ্জন হরিণী লুকায়॥
অঙ্গের ছন্দে পলাশ-মাধবী অশোক ফোটে,
নূপুর শুনি' বনতুলসীর মঞ্জরি উলসিয়া ওঠে।
             মেঘ-বিজড়িত রাঙা গোধূলি
             নামিয়া এলো বুঝি পথ ভুলি,
তাহারি অঙ্গ তরঙ্গ-বিভঙ্গে কূলে কূলে নদী জল উথলায়॥

ভাবসন্ধান :

১. প্রকাশ ও গ্রন্থভুক্তি:

২. রেকর্ড সূত্র: ১৯৪৩ খ্রিষ্টাব্দের জুন মাসে এইচ.এম.ভি. রেকর্ড কোম্পানি গানটির প্রথম রেকর্ড প্রকাশ করে। রেকর্ড নং- এন. ২৭৩৭৯.। শিল্পী ছিলেন ধীরেন্দ্রচন্দ্র মিত্র (ফেলু বাবু)।

৩. রচনাকাল : গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৩৯ খ্রিষ্টাব্দের ০৫ ডিসেম্বর তারিখে কলকাতা বেতার থেকে 'হরপ্রিয়া' সঙ্গীতালেখ্য-এ গানটি প্রথম সম্প্রচারিত হয়েছিল। এই সময় নজরুল ইসলামের বয়স ছিল ৪০ বৎসর।

৪. প্রাসঙ্গিক পাঠ: 

৫. সুরকার: কাজী নজরুল ইসলাম।

. স্বরলিপিকার :

. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:
গানের শুরুতে আলাপ আছে।
রাগ: নীলাম্বরী।
তাল: ত্রিতাল।
পর্যায়: রাগ-প্রধান গান।
সুরের অঙ্গ:
গ্রহস্বর: সা।