৬৩৮.
রাগ : নীলাম্বরী, তালঃ ত্রিতাল
নীলাম্বরী-শাড়ি পরি'
নীল যমুনায় কে যায়?
যেন জলে চলে থল-কমলিনী ভ্রমর নূপুর হয়ে বোলে পায় পায়॥
কলসে
কঙ্কণে রিনিঝিনি ঝনকে,
চমকায়
উন্মন চম্পা বনকে,
দলিত অঞ্জন নয়নে ঝলকে, পলকে খঞ্জন হরিণী লুকায়॥
অঙ্গের ছন্দে পলাশ-মাধবী অশোক ফোটে,
নূপুর শুনি' বনতুলসীর মঞ্জরি উলসিয়া ওঠে।
মেঘ-বিজড়িত রাঙা গোধূলি
নামিয়া
এলো বুঝি পথ ভুলি,
তাহারি অঙ্গ তরঙ্গ-বিভঙ্গে কূলে কূলে নদী জল উথলায়॥
ভাবসন্ধান :
১. প্রকাশ ও গ্রন্থভুক্তি:
-
নজরুল-সঙ্গীত সংগ্রহ,
(নজরুল ইনস্টিটিউট, মাঘ ১৪১৮। ফেব্রুয়ারি ২০১২) -এর
৬৩৮ সংখ্যক গান। পৃষ্ঠা: ১৯৪।
- নজরুল-সঙ্গীত স্বরলিপি, সাতাশতম
খণ্ড, (নজরুল ইন্সটিটিউট, কার্তিক ১৪১২। অক্টোবর ২০০৫)
-এর ২০ সংখ্যক গান।
পৃষ্ঠা: ৭৪-৮১।
- একশো গানের নজরুল স্বরলিপি,
প্রথম খণ্ড, (হরফ প্রকাশনী, পৌষ ১৪০৬।
জানুয়ারি ২০০০) -এর ৭০ সংখ্যক
গান।
পৃষ্ঠা: ১৭২-১৭৫।
- সুনির্বাচিত নজরুল গীতির স্বরলিপি,
দ্বিতীয় খণ্ড, (সাহিত্যম, শ্রাবণ ১৩৮৩। আগষ্ট ১৯৭৬) -এর
৭৪ সংখ্যক গান। পৃষ্ঠা: ১৬৩-১৬৫।
- নজরুল সুরলিপি, সপ্তম খণ্ড, (নজরুল
একাডেমী, জানুয়ারি ১৯৮৪) -এর ২৩ সংখ্যক গান।
পৃষ্ঠা: ৬৮-৭১।
- শ্রেষ্ঠ নজরুল স্বরলিপি, (হরফ
প্রকাশনী, Deluxe Edition : July 2011) -এর
২০১ সংখ্যক গান।
পৃষ্ঠা:
৫১৬-৫১৮।
- নবরাগ
(নজরুল ইনস্টিটিউট, সেপ্টেম্বর ২০০৫
খ্রিষ্টাব্দ) -এর ৩০
সংখ্যক গান। পৃষ্ঠা:
৮৩-৮৬।
- নবরাগ
(হরফ প্রকাশনী, জ্যৈষ্ঠ ১৩৭৯ বঙ্গাব্দ)
-এর ৩০ সংখ্যক গান।
পৃষ্ঠা: ৮৮-৯১।
- নজরুল গীতি, অখণ্ড (আব্দুল আজীজ আল-আমান,
সম্পাদিত)। [হরফ প্রকাশনী, মাঘ ১৪১০। জানুয়ারি ২০০৪]। রাগ-প্রধান
গান।
গান-৮৮৬। পৃষ্ঠা: ২২৪।
- বুলবুল -
দ্বিতীয় খণ্ড (১১ জ্যৈষ্ঠ ১৩৫৯ বঙ্গাব্দ)। [নজরুল-রচনাবলী,
ষষ্ঠ খণ্ড (বাংলা একাডেমী, ১২ ভাদ্র, ১৪১৪।
২৭ আগস্ট, ২০০৭)] -এর ৬৩ সংখ্যক গান।
পৃষ্ঠা: ২৮৫।
- বেতার : ১.
সঙ্গীতালেখ্য-হরপ্রিয়া (কাফি ঠাটের রাগ-রাগিণী)। তারিখ-০৫ ডিসেম্বর, ১৯৩৯
খ্রিষ্টাব্দ। শিল্পী-শৈল দেবী। সুর-নজরুল।
২. গীতিচিত্র-কাবেরী
তীরে। । চরিত্র-বণিককুমার। শিল্পী-বিমল
মুখোপাধ্যায় (বিমল ভূষণ)। সুর-নজরুল।
প্রচার তারিখ-০৩ ফেব্রুয়ারি, ১৯৪০
খ্রিষ্টাব্দ। ০৮ নভেম্বর, ১৯৪১
খ্রিষ্টাব্দ।
৩. অনুষ্ঠান-হারামণি। প্রচার তারিখ-২২
এপ্রিল, ১৯৪১ খ্রিষ্টাব্দ।
শিল্পী-নজরুল।
[সূত্র: বেতার জগৎ, ১৬ ফেব্রুয়ারি, ১৯৪০ খ্রিষ্টাব্দ ও
০১ ডিসেম্বর, ১৯৩৯ খ্রিষ্টাব্দ
সংখ্যা।]
২.
রেকর্ড সূত্র:
১৯৪৩ খ্রিষ্টাব্দের
জুন মাসে এইচ.এম.ভি.
রেকর্ড
কোম্পানি গানটির প্রথম রেকর্ড প্রকাশ করে। রেকর্ড নং- এন. ২৭৩৭৯.। শিল্পী
ছিলেন ধীরেন্দ্রচন্দ্র মিত্র (ফেলু বাবু)।
৩. রচনাকাল : গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু
জানা যায় না। ১৯৩৯ খ্রিষ্টাব্দের ০৫ ডিসেম্বর তারিখে কলকাতা বেতার থেকে 'হরপ্রিয়া'
সঙ্গীতালেখ্য-এ গানটি প্রথম সম্প্রচারিত হয়েছিল। এই সময় নজরুল ইসলামের বয়স
ছিল ৪০ বৎসর।
৪. প্রাসঙ্গিক পাঠ:
-
১৯৪১ খ্রিষ্টাব্দের ২২ এপ্রিল রাত ৮-১৫
মিনিটে কলকাতা বেতার থেকে 'হারামণি'র অষ্টাদশ অধিবেশন অনুষ্ঠিত হয়। এই অধিবেশনে
পরিবেশিত হয়েছিল রাগ 'নীলাম্বরী'। এই অনুষ্ঠানে কাজী নজরুল ইসলাম তাঁর
রচিত ও সুরারোপিত এই গানটি পরিবেশেন করেছিলেন। সার্বিক অনুষ্ঠান পরিচালনায়
ছিলেন সুরেশচন্দ্র চক্রবর্তী।
[সূত্র:
নজরুল যখন বেতারে।
আসাদুল হক (বাংলাদেশ শিল্পকলা একাডেমী, চৈত্র ১৪০৫। মার্চ ১৯৯৯) হারামণি (১৮)
পৃষ্ঠা: ১৯৭-১৯৮।]
৫. সুরকার:
কাজী নজরুল ইসলাম।
৬. স্বরলিপিকার :
-
এস.
এম. আহসান মুর্শেদ। [নজরুল-সঙ্গীত
স্বরলিপি, সাতাশতম খণ্ড, (নজরুল ইন্সটিটিউট, কার্তিক ১৪১২। অক্টোবর ২০০৫)
-এর ২০ সংখ্যক গান।
পৃষ্ঠা: ৭৪-৮১।]
-
অরুণা
মজুমদার। [নবরাগ
(নজরুল ইনস্টিটিউট, সেপ্টেম্বর ২০০৫
খ্রিষ্টাব্দ) -এর ৩০
সংখ্যক গান। পৃষ্ঠা: ৮৩-৮৬।]
-
কাজী
অনিরুদ্ধ। [সুনির্বাচিত
নজরুল গীতির স্বরলিপি, দ্বিতীয় খণ্ড, (সাহিত্যম, শ্রাবণ
১৩৮৩। আগষ্ট ১৯৭৬) -এর ৭৪ সংখ্যক গান।
পৃষ্ঠা: ১৬৩-১৬৫।]
-
এস.
এম. আহসান মুর্শেদ। [নজরুল
সুরলিপি, সপ্তম খণ্ড, (নজরুল একাডেমী, জানুয়ারি ১৯৮৪) -এর
২৩ সংখ্যক গান।
পৃষ্ঠা: ৬৮-৭১।]
-
নিতাই
ঘটক। [শ্রেষ্ঠ নজরুল
স্বরলিপি, (হরফ প্রকাশনী, Deluxe Edition : July 2011)
-এর ২০১ সংখ্যক গান।
পৃষ্ঠা:
৫১৬-৫১৮।]
৭. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:
গানের শুরুতে আলাপ
আছে।
রাগ: নীলাম্বরী।
তাল: ত্রিতাল।
পর্যায়: রাগ-প্রধান গান।
সুরের অঙ্গ:
গ্রহস্বর: সা।