বিষয় : নজরুল সঙ্গীত
গান সংখ্যা :
.
শিরোনাম :
এখনো ওঠেনি চাঁদ এখনো ফোটেনি তারা

পাঠ ও পাঠভেদ:

                ৬৪.
          তাল: দাদ্‌রা
এখনো ওঠেনি চাঁদ এখনো ফোটেনি তারা
এখনো দিনের কাজ হয়নি যে মোর সারা

                        হে পথিক যাও ফিরে॥
এখনো বাঁধিনি বেণী, তুলিনি এখনো ফুল
জ্বালি নাই মণিদীপ মম মন-মন্দিরে

                        হে পথিক যাও ফিরে॥
পল্লব- গুণ্ঠনে নিশি-গন্ধার কলি
চাহিতে পারে না লাজে দিবস যায়নি বলি'।
এখনো ওঠেনি ঢেউ থির সরসীর নীরে

                         হে পথিক যাও ফিরে॥
যবে ঝিমাইবে চাঁদ ঘুমে তখন তোমার লাগি'
র'ব একা পথ চেয়ে বাতায়ন-পাশে জাগি'
কবরীর মালা খুলে ফেলে দেব ধীরে ধীরে

                         হে পথিক যাও ফিরে॥

ভাবসন্ধান:

তথ্যানুসন্ধান: