বিষয় :
নজরুল
সঙ্গীত।
গান সংখ্যা : ৬৪.
শিরোনাম
: এখনো ওঠেনি চাঁদ এখনো ফোটেনি তারা
পাঠ ও পাঠভেদ:
৬৪.
তাল: দাদ্রা
এখনো ওঠেনি চাঁদ এখনো ফোটেনি তারা
এখনো দিনের কাজ হয়নি যে মোর সারা ─
হে পথিক যাও ফিরে॥
এখনো বাঁধিনি বেণী, তুলিনি এখনো ফুল
জ্বালি নাই মণিদীপ মম মন-মন্দিরে ─
হে পথিক যাও ফিরে॥
পল্লব- গুণ্ঠনে নিশি-গন্ধার কলি
চাহিতে পারে না লাজে দিবস যায়নি বলি'।
এখনো ওঠেনি ঢেউ থির সরসীর নীরে ─
হে পথিক যাও ফিরে॥
যবে ঝিমাইবে চাঁদ ঘুমে তখন তোমার লাগি'
র'ব একা পথ চেয়ে বাতায়ন-পাশে জাগি'
কবরীর মালা খুলে ফেলে দেব ধীরে ধীরে ─
হে পথিক যাও ফিরে॥
ভাবসন্ধান:
তথ্যানুসন্ধান:
ক. রচনাকাল ও স্থান:
গানটির
রচনাকাল সম্পর্কে জানা যায় না। ১৯৪০
খ্রিষ্টাব্দের অক্টোবর মাসে
H.M.V.
রেকর্ড কোম্পানি থেকে গানটির প্রথম রেকর্ড প্রকাশ হয়েছিল। সেই
সময়, নজরুল ইসলামের বয়স ছিল ৪১ বৎসর।
খ. প্রকাশ ও গ্রন্থভুক্তি:
নজরুল গীতি, অখণ্ড (আব্দুল আজীজ আল-আমান, সম্পাদিত)। (হরফ প্রকাশনী। জানুয়ারি ২০০৪)। কাব্য-গীতি। গান: ১২৯। পৃষ্ঠা: ৩৫।
বেতার:
১৯৪০ খ্রিষ্টাব্দের অক্টোবর মাসে H.M.V. রেকর্ড কোম্পানি গানটি প্রথম রেকর্ড করে। রেকর্ড নং- N. 27025.। শিল্পী ছিলেন পারুল সেন। সুর করেছিলেন কমল দাশগুপ্ত। [শ্রবণ নমুনা]
গ. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী: