৬৪২.
তাল: দাদ্রা
বল্ রে জবা বল্
−−
কোন্ সাধনায় পেলি শ্যামা মায়ের চরণতল॥
মায়া-তরুর বাঁধন টু'টে মায়ের পায়ে পড়লি লু'টে
মুক্তি পেলি, উঠলি ফুটে আনন্দ-বিহ্বল।
তোর সাধনা আমায় শেখা (জবা) জীবন হোক সফল॥
কোটি গন্ধ-কুসুম ফোটে, বনে মনোলোভা
−−
কেমনে মা'র চরণ পেলি, তুই তামসী জবা।
তোর মত মা'র পায়ে রাতুল হবো কবে প্রসাদী ফুল,
কবে উঠবে রেঙে
−−
ওরে মায়ের পায়ের ছোঁয়া লেগে উঠবে রেঙে,
কবে তোরই মত রাঙবে রে মোর মলিন চিত্তদল॥
ভাবসন্ধান:
১.
প্রকাশ ও
গ্রন্থভুক্তি:
- নজরুল-সঙ্গীত
সংগ্রহ,
(নজরুল ইনস্টিটিউট, মাঘ ১৪১৮। ফেব্রুয়ারি ২০১২) -এর ৬৪২
সংখ্যক গান। পৃষ্ঠা: ১৯৫।
- নজরুল-সঙ্গীত স্বরলিপি, সাতাশতম
খণ্ড, (নজরুল ইন্সটিটিউট, কার্তিক ১৪১২। অক্টোবর ২০০৫) -এর
২১ সংখ্যক গান। পৃষ্ঠা:
৮২-৮৭।
- একশো গানের নজরুল স্বরলিপি,
প্রথম খণ্ড, (হরফ প্রকাশনী, পৌষ ১৪০৬।
জানুয়ারি ২০০০) -এর ২য় গান।
পৃষ্ঠা: ৩-৮।
- সুনির্বাচিত নজরুল
গীতির স্বরলিপি, প্রথম খণ্ড, (সাহিত্যম, মহালয়া ১৩৮২ বঙ্গাব্দ। অক্টোবর ১৯৭৫ খ্রিষ্টাব্দ) -এর
৩৯ সংখ্যক গান। পৃষ্ঠা: ১১১-১১৫।
- নজরুল সুরলিপি, সপ্তম খণ্ড, (নজরুল
একাডেমী, জানুয়ারি ১৯৮৪) -এর ১৪ সংখ্যক গান।
পৃষ্ঠা: ৪১-৪৪।
- শ্রেষ্ঠ নজরুল স্বরলিপি, (হরফ
প্রকাশনী, Deluxe Edition : July 2011) -এর
৯৩ সংখ্যক গান।
পৃষ্ঠা:
২২৫-২২৯।
- নজরুল গীতি, অখণ্ড (আব্দুল আজীজ
আল-আমান, সম্পাদিত)। [৮ মাঘ ১৪১০ বঙ্গাব্দ]। ভক্তিগীতি। গান-১৬২২।
পৃষ্ঠা: ৪২৫।
- রাঙাজবা
(নজরুল-রচনাবলী, সপ্তম খণ্ড। বাংলা একাডেমী,
জ্যৈষ্ঠ ১৪১৫। মে ২০০৮) -এর
১ম গান। পৃষ্ঠা: ২১৭।
- নজরুল-সুর-সঞ্চয়ন (২য় খণ্ড)[বল্ রে
জবা বল্] - (ডি. এম. লাইব্রেরী। শ্রাবণ ১৩৮৩) -এর
১ম গান। পৃষ্ঠা: ১-৬ ।
২.
রেকর্ড সূত্র :
১৯৩৫
খ্রিষ্টাব্দের অক্টোবর মাসে
H.M.V. রেকর্ড কোম্পানি গানটির প্রথম রেকর্ড
প্রকাশ করে। রেকর্ড নং
N.
7421.
। গানটির শিল্পী ছিলেন মৃণালকান্তি ঘোষ।
৩. রচনাকাল :
গানটির রচনাকাল সম্পর্কে জানা যায় না। ১৯৩৫
খ্রিষ্টাব্দের অক্টোবর মাসে
H.M.V.
রেকর্ড কোম্পানি গানটি প্রথম রেকর্ড করে। সেই অনুযায়ী,
গানটি নজরুল ইসলামের ৩৬ বৎসর বয়সে প্রকাশিত হয়েছিল।
৪.
প্রাসঙ্গিক পাঠ :
- গানটির শেষে
স্থায়ীতে প্রত্যাবর্তন নাই।
[নজরুল-সঙ্গীত স্বরলিপি, সাতাশতম
খণ্ড, (নজরুল ইন্সটিটিউট, কার্তিক ১৪১২। অক্টোবর ২০০৫) -এর
২১ সংখ্যক গান। পৃষ্ঠা:
৮২-৮৭]।
৫.
সুরকার:
কাজী নজরুল ইসলাম।
৬.
স্বরলিপিকার :
- এস. এম. আহসান
মুর্শেদ। [নজরুল-সঙ্গীত স্বরলিপি, সাতাশতম
খণ্ড, (নজরুল ইন্সটিটিউট, কার্তিক ১৪১২। অক্টোবর ২০০৫) -এর
২১ সংখ্যক গান। পৃষ্ঠা:
৮২-৮৭]।
- কাজী অনিরুদ্ধ। [সুনির্বাচিত নজরুল
গীতির স্বরলিপি, প্রথম খণ্ড, (সাহিত্যম, মহালয়া ১৩৮২ বঙ্গাব্দ। অক্টোবর ১৯৭৫ খ্রিষ্টাব্দ) -এর
৩৯ সংখ্যক গান। পৃষ্ঠা: ১১১-১১৫]।
- এস. এম. আহসান মুর্শেদ। [নজরুল সুরলিপি, সপ্তম খণ্ড, (নজরুল
একাডেমী, জানুয়ারি ১৯৮৪) -এর ১৪ সংখ্যক গান।
পৃষ্ঠা: ৪১-৪৪]।
- নিতাই ঘটক। [শ্রেষ্ঠ নজরুল স্বরলিপি, (হরফ
প্রকাশনী, Deluxe Edition : July 2011) -এর
৯৩ সংখ্যক গান।
পৃষ্ঠা:
২২৫-২২৯]।
- কাজী অনিরুদ্ধ। [নজরুল-সুর-সঞ্চয়ন (২য়
খণ্ড)[বল্ রে জবা বল্] - (ডি. এম. লাইব্রেরী। শ্রাবণ ১৩৮৩)
-এর ১ম গান। পৃষ্ঠা:
১-৬]।
৭.
সঙ্গীত বিষয়ক তথ্যাবলী :
রাগ:
মিশ্র দেশ।
তাল: দাদ্রা।
সুরের অঙ্গ:
পর্যায়: ভক্তিমূলক গান। শ্যামা সঙ্গীত।
গ্রহস্বর:
- মা। [নজরুল-সঙ্গীত স্বরলিপি, সাতাশতম
খণ্ড, (নজরুল ইন্সটিটিউট, কার্তিক ১৪১২। অক্টোবর ২০০৫) -এর
২১ সংখ্যক গান। পৃষ্ঠা:
৮২-৮৭]।
- মা। [নজরুল সুরলিপি, সপ্তম খণ্ড, (নজরুল
একাডেমী, জানুয়ারি ১৯৮৪) -এর ১৪ সংখ্যক গান।
পৃষ্ঠা: ৪১-৪৪]।
- মা। [শ্রেষ্ঠ নজরুল স্বরলিপি, (হরফ
প্রকাশনী, Deluxe Edition : July 2011) -এর
৯৩ সংখ্যক গান।
পৃষ্ঠা:
২২৫-২২৯]।
- মপা। [একশো গানের নজরুল স্বরলিপি,
প্রথম খণ্ড, (হরফ প্রকাশনী, পৌষ ১৪০৬।
জানুয়ারি ২০০০) -এর ২য় গান।
পৃষ্ঠা: ৩-৮]।
- মপা। [সুনির্বাচিত নজরুল
গীতির স্বরলিপি, প্রথম খণ্ড, (সাহিত্যম, মহালয়া ১৩৮২ বঙ্গাব্দ। অক্টোবর ১৯৭৫ খ্রিষ্টাব্দ) -এর
৩৯ সংখ্যক গান। পৃষ্ঠা: ১১১-১১৫]।
- মপা। [নজরুল-সুর-সঞ্চয়ন
(২য় খণ্ড)[বল্ রে জবা বল্] - (ডি. এম. লাইব্রেরী। শ্রাবণ ১৩৮৩)
-এর ১ম গান। পৃষ্ঠা:
১-৬]।