৬৪২.
        তাল: দাদ্‌রা

বল্ রে জবা বল্ −−
কোন্ সাধনায় পেলি শ্যামা মায়ের চরণতল॥
মায়া-তরুর বাঁধন টু'টে মায়ের পায়ে পড়লি লু'টে
মুক্তি পেলি, উঠলি ফুটে আনন্দ-বিহ্বল।
তোর সাধনা আমায় শেখা (জবা) জীবন হোক সফল॥
কোটি গন্ধ-কুসুম ফোটে, বনে মনোলোভা
−−
কেমনে মা'র চরণ পেলি, তুই তামসী জবা।
তোর মত মা'র পায়ে রাতুল হবো কবে প্রসাদী ফুল,
কবে উঠবে রেঙে
−−
ওরে মায়ের পায়ের ছোঁয়া লেগে উঠবে রেঙে,
কবে তোরই মত রাঙবে রে মোর মলিন চিত্তদল॥       

ভাবসন্ধান:

১. প্রকাশ ও গ্রন্থভুক্তি:

২. রেকর্ড সূত্র : ১৯৩৫ খ্রিষ্টাব্দের অক্টোবর মাসে H.M.V. রেকর্ড কোম্পানি গানটির প্রথম রেকর্ড প্রকাশ করে। রেকর্ড নং N. 7421.   । গানটির শিল্পী ছিলেন মৃণালকান্তি ঘোষ।

৩. রচনাকাল : গানটির রচনাকাল সম্পর্কে জানা যায় না। ১৯৩৫ খ্রিষ্টাব্দের অক্টোবর মাসে H.M.V. রেকর্ড কোম্পানি গানটি প্রথম রেকর্ড করে। সেই অনুযায়ী,
          গানটি নজরুল ইসলামের ৩৬ বৎসর বয়সে প্রকাশিত হয়েছিল।


৪. প্রাসঙ্গিক পাঠ :

 . সুরকার: কাজী নজরুল ইসলাম।

৬. স্বরলিপিকার :

৭. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী :
রাগ: মিশ্র দেশ।
তাল: দাদ্‌রা।

সুরের অঙ্গ:
পর্যায়: ভক্তিমূলক গান। শ্যামা সঙ্গীত।

গ্রহস্বর: