*৬৪৮.
রাগ: বাগেশ্রী-পিলু, তাল: কাহার্বা
চেয়ো না সুনয়না আর
চেয়ো না এ নয়ন পানে।
জানিতে নাইকো বাকি, সই ও আঁখি কি যাদু জানে॥
একে ঐ চাউনি বাঁকা সুর্মা আঁকা তা'য় ডাগর আঁখি রে
বধিতে তা'য় কেন সাধ? যে মরেছে ঐ নয়ন বাণে।
মরেছে ঐ আঁখির বাণে॥
চকোর কি প'ড়ল ধরা পীযূষ ভরা ঐ মুখ-চাঁদে (রে),
কাঁদিছে নার্গিসের ফুল লাল কপোলের কমল-বাগানে।
জ্বলিছে দিবস রাতি মোমের বাতি রূপের দেওয়ালি (রে),
নিশিদিন তাই কি জ্বলি' পড়ছ গলি' অঝোর নয়ানে।
মিছে তুই কথার কাঁটায় সুর বিঁধে হায় হার গাঁথিস কবি (রে)।
বিকিয়ে যায় রে মালা এই নিরালা আঁখির দোকানে॥
ভাবসন্ধান:
১.
প্রকাশ ও
গ্রন্থভুক্তি:
- নজরুল-সঙ্গীত
সংগ্রহ,
(নজরুল ইনস্টিটিউট, মাঘ ১৪১৮। ফেব্রুয়ারি ২০১২) -এর ৬৪৮
সংখ্যক গান। পৃষ্ঠা: ১৯৭।
- নজরুল-সঙ্গীত স্বরলিপি, সাতাশতম
খণ্ড, (নজরুল ইন্সটিটিউট, কার্তিক ১৪১২। অক্টোবর ২০০৫) -এর ১৫ সংখ্যক গান। পৃষ্ঠা:
৫৬-৬০।
- একশো গানের নজরুল স্বরলিপি,
দ্বিতীয় খণ্ড, (হরফ প্রকাশনী, পৌষ ১৪০৬। জানুয়ারি ২০০০)
-এর ৮৩ সংখ্যক গান। পৃষ্ঠা:
১৮৬-১৮৯।
- নজরুল স্বরলিপি,
ত্রয়োদশ খণ্ড, (হরফ প্রকাশনী, মাঘ
১৪১১। জানুয়ারি ২০০৫) -এর ৯৬ সংখ্যক গান।
পৃষ্ঠা: ১৬২-১৬৩।
- সুনির্বাচিত নজরুল
গীতির স্বরলিপি, প্রথম খণ্ড, (সাহিত্যম, মহালয়া ১৩৮২ বঙ্গাব্দ। অক্টোবর ১৯৭৫ খ্রিষ্টাব্দ) -এর
৬৬ সংখ্যক গান। পৃষ্ঠা: ১৭৬-১৭৯।
- নজরুল সুরলিপি, সপ্তম খণ্ড, (নজরুল
একাডেমী, জানুয়ারি ১৯৮৪) -এর ১ম গান।
পৃষ্ঠা: ১-৪।
- শ্রেষ্ঠ নজরুল স্বরলিপি, (হরফ
প্রকাশনী, Deluxe Edition : July 2011) -এর
৪৫ সংখ্যক গান।
পৃষ্ঠা:
১০০-১০৩।
- নজরুল গীতি, অখণ্ড (আব্দুল আজীজ
আল-আমান, সম্পাদিত)। [৮ মাঘ ১৪১০ বঙ্গাব্দ]। গজল। গান-১৯৩৪।
পৃষ্ঠা: ৫১১।
- বুলবুল (কার্তিক ১৩৩৫ বঙ্গাব্দ।
১৫ নভেম্বর, ১৯২৮ খ্রিষ্টাব্দ)। [নজরুল-রচনাবলী,
দ্বিতীয় খণ্ড (বাংলা একাডেমী, ফাল্গুন ১৪১৩।
ফেব্রুয়ারি ২০০৭)] -এর ১২ সংখ্যক গান।
পৃষ্ঠা: ১৬১।
- পত্রিকা: ১. সওগাত।
অগ্রহায়ণ, ১৩৩৪।
২. সঙ্গীত বিজ্ঞান
প্রবেশিকা। কার্তিক, ১৩৩৮। (স্বরলিপিসহ)। স্বরলিপি: ক্ষীরোদ চন্দ্র রায়।
২.
রেকর্ড সূত্র :
১৯২৯
খ্রিষ্টাব্দের ডিসেম্বর মাসে
H.M.V. রেকর্ড কোম্পানি গানটির প্রথম রেকর্ড
প্রকাশ করে। রেকর্ড নং
P. 11661.
। গানটির
শিল্পী ছিলেন ইন্দুবালা।
৩. রচনাকাল :
গানটির রচনাকাল সম্পর্কে জানা যায় না। ১৯২৯
খ্রিষ্টাব্দের ডিসেম্বর মাসে
H.M.V.
রেকর্ড কোম্পানি গানটি প্রথম রেকর্ড করে। সেই অনুযায়ী,
গানটি নজরুল ইসলামের ৩০ বৎসর বয়সে প্রকাশিত হয়েছিল।
৪.
প্রাসঙ্গিক পাঠ :
৫.
সুরকার:
৬.
স্বরলিপিকার :
- এস. এম. আহসান
মুর্শেদ। [নজরুল-সঙ্গীত
স্বরলিপি, সাতাশতম খণ্ড, (নজরুল ইন্সটিটিউট, কার্তিক ১৪১২। অক্টোবর ২০০৫)
-এর ১৫ সংখ্যক গান।
পৃষ্ঠা: ৫৬-৬০]।
- এস. এম. আহসান
মুর্শেদ। [নজরুল
সুরলিপি, সপ্তম খণ্ড, (নজরুল একাডেমী, জানুয়ারি ১৯৮৪) -এর
১ম গান। পৃষ্ঠা: ১-৪]।
- শ্যামাপ্রসাদ
মুখোপাধ্যায়। [নজরুল স্বরলিপি,
ত্রয়োদশ খণ্ড, (হরফ প্রকাশনী, মাঘ
১৪১১। জানুয়ারি ২০০৫) -এর ৯৬ সংখ্যক গান।
পৃষ্ঠা: ১৬২-১৬৩]।
- কাজী অনিরুদ্ধ। [সুনির্বাচিত
নজরুল গীতির স্বরলিপি, প্রথম খণ্ড, (সাহিত্যম,
মহালয়া ১৩৮২ বঙ্গাব্দ। অক্টোবর ১৯৭৫ খ্রিষ্টাব্দ)
-এর ৬৬ সংখ্যক গান। পৃষ্ঠা:
১৭৬-১৭৯]।
- নিতাই ঘটক। [শ্রেষ্ঠ
নজরুল স্বরলিপি, (হরফ প্রকাশনী, Deluxe Edition : July 2011)
-এর ৪৫ সংখ্যক গান।
পৃষ্ঠা:
১০০-১০৩]।
৭.
সঙ্গীত বিষয়ক তথ্যাবলী :
রাগ:
বাগেশ্রী-পিলু।
তাল: কাহারবা।
সুরের অঙ্গ: গজল।
পর্যায়
গ্রহস্বর:
-
ধা।
[নজরুল-সঙ্গীত স্বরলিপি, সাতাশতম খণ্ড, (নজরুল ইন্সটিটিউট,
কার্তিক ১৪১২। অক্টোবর ২০০৫) -এর ১৫
সংখ্যক গান। পৃষ্ঠা: ৫৬-৬০]।
-
ধা। [নজরুল
স্বরলিপি, ত্রয়োদশ খণ্ড, (হরফ প্রকাশনী,
মাঘ ১৪১১। জানুয়ারি ২০০৫) -এর ৯৬ সংখ্যক গান।
পৃষ্ঠা: ১৬২-১৬৩]।
-
ধা। [নজরুল সুরলিপি,
সপ্তম খণ্ড, (নজরুল একাডেমী, জানুয়ারি ১৯৮৪) -এর ১ম গান।
পৃষ্ঠা: ১-৪]।
-
না। [একশো গানের
নজরুল স্বরলিপি, দ্বিতীয় খণ্ড, (হরফ প্রকাশনী, পৌষ ১৪০৬।
জানুয়ারি ২০০০) -এর ৮৩ সংখ্যক গান।
পৃষ্ঠা: ১৮৬-১৮৯]।
-
না। [সুনির্বাচিত
নজরুল গীতির স্বরলিপি, প্রথম খণ্ড, (সাহিত্যম,
মহালয়া ১৩৮২ বঙ্গাব্দ। অক্টোবর ১৯৭৫ খ্রিষ্টাব্দ)
-এর ৬৬ সংখ্যক গান। পৃষ্ঠা:
১৭৬-১৭৯]।
-
না। [শ্রেষ্ঠ
নজরুল স্বরলিপি, (হরফ প্রকাশনী, Deluxe Edition : July 2011)
-এর ৪৫ সংখ্যক গান।
পৃষ্ঠা:
১০০-১০৩]।