*৬৪৮.
  রাগ: বাগেশ্রী-পিলু, তাল: কাহার্‌বা

চেয়ো না সুনয়না আর চেয়ো না এ নয়ন পানে।
জানিতে নাইকো বাকি, সই ও আঁখি কি যাদু জানে॥
একে ঐ চাউনি বাঁকা সুর্মা আঁকা তা'য় ডাগর আঁখি রে
বধিতে তা'য় কেন সাধ? যে মরেছে ঐ নয়ন বাণে।
                                  মরেছে ঐ আঁখির বাণে॥
চকোর কি প'ড়ল ধরা পীযূষ ভরা ঐ মুখ-চাঁদে (রে),
কাঁদিছে নার্গিসের ফুল লাল কপোলের কমল-বাগানে।
জ্বলিছে দিবস রাতি মোমের বাতি রূপের দেওয়ালি (রে),
নিশিদিন তাই কি জ্বলি' পড়ছ গলি' অঝোর নয়ানে।
মিছে তুই কথার কাঁটায় সুর বিঁধে হায় হার গাঁথিস কবি (রে)।
বিকিয়ে যায় রে মালা এই নিরালা আঁখির দোকানে॥

ভাবসন্ধান:

১. প্রকাশ ও গ্রন্থভুক্তি:

২. রেকর্ড সূত্র : ১৯২৯ খ্রিষ্টাব্দের ডিসেম্বর মাসে H.M.V. রেকর্ড কোম্পানি গানটির প্রথম রেকর্ড প্রকাশ করে। রেকর্ড নং P. 11661.   । গানটির শিল্পী ছিলেন ইন্দুবালা।

৩. রচনাকাল : গানটির রচনাকাল সম্পর্কে জানা যায় না। ১৯২৯ খ্রিষ্টাব্দের ডিসেম্বর মাসে H.M.V. রেকর্ড কোম্পানি গানটি প্রথম রেকর্ড করে। সেই অনুযায়ী,
          গানটি নজরুল ইসলামের ৩০ বৎসর বয়সে প্রকাশিত হয়েছিল।


৪. প্রাসঙ্গিক পাঠ :

 . সুরকার:

৬. স্বরলিপিকার :

৭. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী :
রাগ: বাগেশ্রী-পিলু
তাল:
কাহারবা।

সুরের অঙ্গ: গজল।
পর্যায়

গ্রহস্বর: