বিষয় :
নজরুল
সঙ্গীত।
গান সংখ্যা : ৬৬.
শিরোনাম
:
তুমি যদি রাধা
হতে শ্যাম
পাঠ ও পাঠভেদ:
৬৬.
তাল: কাহার্বা
তুমি যদি রাধা হতে শ্যাম,
আমারি মতন দিবস-নিশি জপিতে শ্যাম-নাম॥
কৃষ্ণ-কলঙ্কেরি জ্বালা, মনে হ'ত মালতীর মালা
চাহিয়া কৃষ্ণ-প্রেম জনমে জনমে আসিতে ব্রজধাম॥
কত অকরুণ তব বাঁশরির সুর
তুমি হইলে শ্রীমতী ব্রজ-কুলবতী বুঝিতে নিঠুর।
তুমি যে-কাঁদনে কাঁদায়েছ মোরে
আমি কাঁদাতাম তেমনি ক'রে
বুঝিতে, কেমন লাগে এই গুরু-গঞ্জনা
এ প্রাণ-পোড়ানি অবিরাম॥
ক. রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৩৯ খ্রিষ্টাব্দের অক্টোবর মাসে H.M.V. রেকর্ড কোম্পানি থেকে গানটির প্রথম রেকর্ড প্রকাশ হয়েছিল। সেই সময় নজরুল ইসলামের বয়স ছিল ৪০ বৎসর।
খ. প্রকাশ ও গ্রন্থভুক্তি:
বেতার:
গ. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:
সুরকার : কাজী নজরুল ইসলাম।
স্বরলিপিকার :
ধা। [নজরুল-সঙ্গীত স্বরলিপি, তৃতীয় খণ্ড (নজরুল ইন্সটিটিউট। এপ্রিল ১৯৯৬)।]
ধা। [নজরুল স্বরলিপি, ত্রয়োদশ খণ্ড (হরফ প্রকাশনী। জানুয়ারি ২০০৫)]
সা। [একশো গানের নজরুল স্বরলিপি, চতুর্থ খণ্ড (হরফ প্রকাশনী। জানুয়ারি ২০০০)]
সা। [সুনির্বাচিত নজরুল গীতির স্বরলিপি, পঞ্চম খণ্ড (সাহিত্যম্)]
সা। [শ্রেষ্ঠ নজরুল স্বরলিপি (হরফ প্রকাশনী। Deluxe Edition : July 2011)]