৬৬.
                তাল:
দাদ্‌রা

গভীর নিশীথে ঘুম ভেঙে যায়, কে যেন আমারে ডাকে
−−
            সে কি তুমি, সে কি তুমি?
কার স্মৃতি বুকে পাষাণের মত ভার হয়ে যেন থাকে
−−
            সে কি তুমি, সে কি তুমি??
কাহার ক্ষুধিত প্রেম যেন, হায়, ভিক্ষা চাহিয়া কাঁদিয়া বেড়ায়;
কার সকরুণ আঁখি দু'টি যেন রাতের তারার মত
মুখ পানে চেয়ে থাকে
−− সে কি তুমি, সে কি তুমি?
নিশির বাতাসে কাহার হুতাশ দীরঘ নিশাস সম
ঝড় তোলে এসে অন্তরে মোর, ওগো দুরন্ত মম!
            সে কি তুমি, সে কি তুমি?
মহাসাগরের ঢেউ-এর মতন, বুকে এসে বাজে কাহার রোদন,
'পিয়া পিয়া' নাম জপে অবিরাম বনের পাপিয়া পাখি
আমার চম্পা-শাখে
−− সে কি তুমি, সে কি তুমি?

 

ভাবসন্ধান:

১. প্রকাশ ও গ্রন্থভুক্তি:

২. রেকর্ড সূত্র : ১৯৪৫ খ্রিষ্টাব্দের জুন মাসে H.M.V. রেকর্ড কোম্পানি গানটি প্রথম রেকর্ড করে। রেকর্ড নং N. 31312.  । শিল্পী ছিলেন জগন্ময় মিত্র।  গানটির সুর করেছিলেন কমল দাশগুপ্ত।

৩. রচনাকাল : গানটির রচনাকাল সম্পর্কে জানা যায় না। ১৯৪৫ খ্রিষ্টাব্দের জুন মাসে H.M.V. রেকর্ড কোম্পানি থেকে গানটির প্রথম রেকর্ড প্রকাশিত হয়েছিল। সেই সময় নজরুল ইসলামের বয়স ছিল ৪৬ বৎসর।

৪. প্রাসঙ্গিক পাঠ : ব্রহ্মমোহন ঠাকুর -রচিত নজরুল সঙ্গীত নির্দেশিকা, ৮৮১ সংখ্যক গান (নজরুল ইন্সটিটিউট, জ্যৈষ্ঠ ১৪১৬। মে ২০০৯) পৃষ্ঠা: ২৩৬। -গ্রন্থটিতে  গানটি বেতারে সম্প্রচার সম্পর্কে যে তথ্য পাওয়া যায়, তা হল,−−

. সুরকার:

. স্বরলিপিকার :

. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী :
রাগ: গানটিতে রাগের কোনো উল্লেখ নেই।
তাল:
দাদ্‌রা।

গ্রহস্বর: মা।