৬৬০.
তাল:
দাদ্রা
গভীর নিশীথে ঘুম ভেঙে যায়, কে যেন আমারে ডাকে
−−
সে কি তুমি,
সে কি তুমি?
কার স্মৃতি বুকে পাষাণের মত ভার হয়ে যেন থাকে
−−
সে কি তুমি,
সে কি তুমি??
কাহার ক্ষুধিত প্রেম যেন, হায়, ভিক্ষা চাহিয়া কাঁদিয়া বেড়ায়;
কার সকরুণ আঁখি দু'টি যেন রাতের তারার মত
মুখ পানে চেয়ে থাকে
−− সে কি তুমি, সে কি
তুমি?
নিশির বাতাসে কাহার হুতাশ দীরঘ নিশাস সম
ঝড় তোলে এসে অন্তরে মোর, ওগো দুরন্ত মম!
সে কি তুমি,
সে কি তুমি?
মহাসাগরের ঢেউ-এর মতন, বুকে এসে বাজে কাহার রোদন,
'পিয়া পিয়া' নাম জপে অবিরাম বনের পাপিয়া পাখি
আমার চম্পা-শাখে −−
সে কি তুমি, সে কি তুমি?
ভাবসন্ধান:
১. প্রকাশ ও গ্রন্থভুক্তি:
নজরুল-সঙ্গীত সংগ্রহ, ৬৬০ সংখ্যক গান (নজরুল ইনস্টিটিউট, মাঘ ১৪১৮। ফেব্রুয়ারি ২০১২)। পৃষ্ঠা: ২০০-২০১।
নজরুল-সঙ্গীত স্বরলিপি, পঁয়ত্রিশতম খণ্ড, ৭ সংখ্যক গান (নজরুল ইন্সটিটিউট, একুশে বইমেলা ২০১৩)। পৃষ্ঠা: ৪২-৪৫।
একশো গানের নজরুল স্বরলিপি, তৃতীয় খণ্ড, ৪৩ সংখ্যক গান (হরফ প্রকাশনী, জুলাই ১৯৯৩)। পৃষ্ঠা: ১১১-১১৫।
সুনির্বাচিত নজরুল গীতির স্বরলিপি, দ্বিতীয় খণ্ড, ৮ সংখ্যক গান (সাহিত্যম, শ্রাবণ ১৩৮৩। আগষ্ট ১৯৭৬)।পৃষ্ঠা: ২৬-৩০।
নজরুল সুরলিপি, নবম খণ্ড, ২য় গান (নজরুল একাডেমী, এপ্রিল ১৯৮৬)। পৃষ্ঠা: ৫-৮।
নজরুল-গীতি, অখণ্ড। কাব্য-গীতি, ২৫২ সংখ্যক গান (হরফ প্রকাশনী, মাঘ ১৪১০। জানুয়ারি ২০০৪)। পৃষ্ঠা: ৬৭।
২. রেকর্ড সূত্র : ১৯৪৫ খ্রিষ্টাব্দের জুন মাসে H.M.V. রেকর্ড কোম্পানি গানটি প্রথম রেকর্ড করে। রেকর্ড নং N. 31312. । শিল্পী ছিলেন জগন্ময় মিত্র। গানটির সুর করেছিলেন কমল দাশগুপ্ত।
৩. রচনাকাল : গানটির রচনাকাল সম্পর্কে জানা যায় না। ১৯৪৫ খ্রিষ্টাব্দের জুন মাসে H.M.V. রেকর্ড কোম্পানি থেকে গানটির প্রথম রেকর্ড প্রকাশিত হয়েছিল। সেই সময় নজরুল ইসলামের বয়স ছিল ৪৬ বৎসর।
৪. প্রাসঙ্গিক পাঠ : ব্রহ্মমোহন ঠাকুর -রচিত নজরুল সঙ্গীত নির্দেশিকা, ৮৮১ সংখ্যক গান (নজরুল ইন্সটিটিউট, জ্যৈষ্ঠ ১৪১৬। মে ২০০৯) পৃষ্ঠা: ২৩৬। -গ্রন্থটিতে গানটি বেতারে সম্প্রচার সম্পর্কে যে তথ্য পাওয়া যায়, তা হল,−−
বেতার: গীতিচিত্র
−−
'সে কি তুমি'।
শিল্পী
−
শৈল দেবী।
সুর
−
নজরুল ইসলাম।
সুত্র
−
শৈল দেবীর খাতা।
গানটি শেষ অন্তরায় -ই শেষ করতে হবে, স্থায়ী (শুরু) -তে ফিরে যাওয়ার প্রয়োজন নেই। [নজরুল-সঙ্গীত স্বরলিপি, পঁয়ত্রিশতম খণ্ড, ৭ সংখ্যক গান (নজরুল ইন্সটিটিউট, একুশে বইমেলা ২০১৩)। পৃষ্ঠা: ৪২-৪৫]।
৫. সুরকার:
কমল দাশগুপ্ত (সুরকার শিল্পী)। [নজরুল-সঙ্গীত স্বরলিপি, পঁয়ত্রিশতম খণ্ড, ৭ সংখ্যক গান (নজরুল ইন্সটিটিউট, একুশে বইমেলা ২০১৩)। পৃষ্ঠা: ৪২-৪৫]।
৬. স্বরলিপিকার :
৭.
সঙ্গীত বিষয়ক তথ্যাবলী :
রাগ:
গানটিতে রাগের কোনো উল্লেখ নেই।
তাল: দাদ্রা।
গ্রহস্বর: মা।