বিষয় : নজরুল সঙ্গীত
গান সংখ্যা :
৬৭
.
শিরোনাম :
আকাশে হেলান দিয়ে পাহাড় ঘুমায় ওই।

পাঠ ও পাঠভেদ:

                ৬৭
 চলচ্চিত্র: 'সাপুড়ে', তাল: দাদ্‌রা
আকাশে হেলান দিয়ে পাহাড় ঘুমায় ওই।
ওই পাহাড়ের ঝর্না আমি, ঘরে নাহি রই গো
                                 উধাও হ'য়ে বই॥
চিতা বাঘ মিতা আমার গোখ্‌রো খেলার সাথী
সাপের ঝাঁপি বুকে ধ'রে সুখে কাটাই রাতি
ঘূর্ণি হাওয়ার উড়্‌নি ধ'রে নাচি তাথৈ থৈ গো 'আমি'
                                 নাচি তাথৈ থৈ॥

ভাবসন্ধান:

তথ্যানুসন্ধান: