বিষয় :
নজরুল
সঙ্গীত।
গান সংখ্যা : ৬৭.
শিরোনাম
:
আকাশে হেলান দিয়ে পাহাড় ঘুমায় ওই।
পাঠ ও পাঠভেদ:
৬৭
চলচ্চিত্র: 'সাপুড়ে', তাল: দাদ্রা
আকাশে হেলান দিয়ে পাহাড় ঘুমায় ওই।
ওই পাহাড়ের ঝর্না আমি, ঘরে নাহি রই গো
উধাও হ'য়ে বই॥
চিতা বাঘ মিতা আমার গোখ্রো খেলার সাথী
সাপের ঝাঁপি বুকে ধ'রে সুখে কাটাই রাতি
ঘূর্ণি হাওয়ার উড়্নি ধ'রে নাচি তাথৈ থৈ গো 'আমি'
নাচি তাথৈ থৈ॥
ভাবসন্ধান:
তথ্যানুসন্ধান:
ক. রচনাকাল ও স্থান:
গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না।
১৯৩৯ খ্রিষ্টাব্দের জুলাই মাসে
MEGAPHONE.
রেকর্ড কোম্পানি থেকে গানটির প্রথম রেকর্ড প্রকাশ হয়েছিল। সেই
সময় নজরুল ইসলামের বয়স ছিল ৪০ বৎসর।
খ. প্রকাশ ও গ্রন্থভুক্তি:
সাপুড়ে (ছায়াচিত্র) সংগীতাংশের গান। [নজরুল-রচনাবলী─সপ্তম খণ্ড (বাংলা একাডেমী। ২৫ মে, ২০০৮)]। ২য় গান। পৃষ্ঠা: ৩৫১।
বেতার:
গ. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী: