৬৭৪.
রাগ; সামন্ত-কল্যাণ, তাল: ত্রিতাল

সন্ধ্যা-গোধূলি লগনে কে
রাঙিয়া উঠিলে কারে দেখে

হাতের আলতা পড়ে গেল পায়ে
অস্ত-দিগন্ত বনান্ত রাঙায়ে,
আঁখিতে লজ্জা, অধরে হাসি

কেন অঞ্চলে মালা ফেলিলে ঢেকে

চিরুনি বিনোদ বিনুনিতে বাঁধে
দেখিলে সে কোন সুন্দর চাঁদে,
হৃদয়ে ভীরু প্রদীপ শিখা
কাঁপে আনন্দে থেকে থেকে


১.
প্রকাশ ও গ্রন্থভুক্তি:


২.
রেকর্ড সূত্র :  
১৯৪৪ খ্রিষ্টাব্দের মার্চ, কলম্বিয়া রেকর্ড কোম্পানি গানটি প্রথম রেকর্ড করেএই গানের শিল্পী ছিলেন সত্যেন ঘোষাল। রেকর্ড নং G.E.2653

৩. রচনাকাল : গানটির রচনাকাল সম্পর্কে জানা যায় না।
                     


৪. প্রাসঙ্গিক পাঠ :

 ৫. সুরকার:  জরুল ইসলাম।

. স্বরলিপিকার :

. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী :

গ্রহস্বর :