বিষয় :
নজরুল
সঙ্গীত।
গান সংখ্যা : ৬৮.
শিরোনাম
:
বাজে মঞ্জুল
মঞ্জির রিণিকি ঝিনি
পাঠ ও পাঠভেদ:
৬৮.
তাল: ফের্তা (দাদ্রা ও কাহার্বা)
বাজে মঞ্জুল মঞ্জির রিণিকি ঝিনি
নীর ভরণে চলে রাধা বিনোদিনী
তার চঞ্চল নয়ন টলে টলমল
যেন দু'টি ঝিনুকে ভরা সাগর জল॥
ও সে আঁখি না পাখি গো
কার আশে উড়িতে চায় থাকি, থাকি, গো॥
রাই ইতি-উতি চায়
কভু তমাল-বনে কভু কদম-তলায়।
রাই শত ছলে ধীরে পথ চলে কভু কণ্টক বেঁধে চরণে
তবু যে কাঁটা-লতায় আঁচল জড়ায় বেণী খুলে যায় অকারণে।
গিয়ে যমুনার তীরে চায় ফিরে ফিরে আনমনে ব'সে গণে ঢেউ
চকিতে কলসি ভরি' লয় তার যেই মনে হয় আসে কেউ।
হায় হায় কেউ আসে না
'ভোলো অভিমান রাধারানী' বলি' শ্যাম এসে সম্ভাষে না।
রাই চলিতে পারে না পথ আর,
বিরস বদন অলস চরণ শূণ্য-কলসি লাগে ভার।
বলি, কালা নাহি এলো যমুনা তো ছিল লইয়া শীতল কালো জল।
কেন ডুবিয়া সে-জলে উঠিলি আবার কাঁদায়ে ভাসাতে ধরাতল॥
ভাবসন্ধান:
তথ্যানুসন্ধান:
ক. রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৩৪ খ্রিষ্টাব্দের মার্চ মাসে H.M.V. রেকর্ড কোম্পানি থেকে গানটির প্রথম রেকর্ড প্রকাশ হয়েছিল। সেই সময় নজরুল ইসলামের বয়স ছিল ৩৫ বৎসর।
খ. প্রকাশ ও গ্রন্থভুক্তি:
নজরুল গীতি, অখণ্ড (আব্দুল আজীজ আল-আমান, সম্পাদিত)। (হরফ প্রকাশনী। জানুয়ারি ২০০৪)। ভক্তিগীতি। কীর্ত্তন। গান: ১৬২৫। পৃষ্ঠা: ৪২৬।
নজরুল সঙ্গীত সম্ভার।
বেতার:
১৯৩৪ খ্রিষ্টাব্দের মার্চ মাসে H.M.V. রেকর্ড কোম্পানি গানটি প্রথম রেকর্ড করে। রেকর্ড নং N.7207.। শিল্পী ছিলেন গোপাল সেন। সুরকার ছিলেন কাজী নজরুল ইসলাম। শ্রেণী: কীর্তন।
১৯৪৫
খ্রিষ্টাব্দের ডিসেম্বর মাসে
COLUMBIA.
রেকর্ড কোম্পানি গানটি দ্বিতীয়বার রেকর্ড করে। রেকর্ড নং G.E.
2866.। শিল্পী ছিলেন
উত্তরা দেবী। সুরকার ছিলেন নিতাই ঘটক। [শ্রবণ
নমুনা]
[সূত্র: নজরুল সঙ্গীত সম্ভার]
গ. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:
কাজী নজরুল ইসলাম। [রেকর্ড সূত্র]
নিতাই ঘটক। [রেকর্ড সূত্র]