বিষয়: নজরুল সঙ্গীত
গান সংখ্যা :
৬৯৬

শিরোনাম:
পিউ পিউ বোলে পাপিয়া

পাঠ ও পাঠভেদ:

            ৬৯৬

    রাগ: ললিত, তাল: ত্রিতাল।
পিউ পিউ বিরহী পাপিয়া বোলে;
কৃষ্ণচূড়া বনে ফাগুন সমীরণে
ঝুরে ফুল বন পথতলে

নিশি পোহায়ে যায় কাহার লাগি
নয়নে নাহি ঘুম বসিয়া জাগি
আমারই মত হায় চাহিয়া আশা পথ
নিশীথের চাঁদ পড়ে গগনে ঢলে

তথ্যানুসন্ধান: