৭০০ রাগ; গৌড় সারং, তাল: কাহার্বা অনাদরে স্বামী প'ড়ে আছি আমি তব কোলে তুলে নাও নিয়ে ধরণীর ধূলি আছি আমি ভুলি' চরণের ধূলি দাও॥ বিভবে বিলাসে সংসার কাজে অশান্ত প্রাণ কাঁদে বন্ধন মাঝে বৃথা দ্বারে দ্বারে চেয়েছি সবারে এবার তুমি মোরে চাও॥ যাহা কিছু প্রিয় জীবনের মম হরিয়া লহ তুমি, লও প্রিয়তম। সূর্যের পানে সূর্যমুখী ফুল যেমন চাহিয়া রয় বিরহ-ব্যাকুল তেমনি প্রভু আমার এ মন তোমার পানে ফিরাও॥ |
১. প্রকাশ ও গ্রন্থভুক্তি:
নজরুল-সঙ্গীত সংগ্রহ [নজরুল ইন্সটিটিউট, ফেব্রুয়ারি ২০১১] নামক গ্রন্থের ৭০০ সংখ্যক গান। পৃষ্ঠা: ২১৩।
২.
রেকর্ড সূত্র : ১৯৩৭ খ্রিষ্টাব্দে
এই গানটির প্রথম রেকর্ড প্রকাশ করে টুইন কোম্পানি। গানটির শিল্পী ছিলেন মোহনলাল
সুকুল।
[শ্রবণ
নমুনা]
৩. রচনাকাল :
৪. প্রাসঙ্গিক পাঠ :
৫. সুরকার:
৬. স্বরলিপিকার :
৭.
সঙ্গীত বিষয়ক তথ্যাবলী :