৭০১. তাল: দাদ্‌রা

        আগুন জ্বালাতে আসিনি গো আমি এসেছি দেয়ালি জ্বালাতে
       শুধু ক্রন্দন হয়ে আসিনি এসেছি চন্দন হতে থালাতে

     
       ধরায় আবার আসিয়াছি প্রিয়া
             তব মুখখানি দেখিব বলিয়া
তাই  প্রদীপ হইয়া নীরবে পুড়ি তোমারই বরণ ডালাতে

তব  মিলন বাসরে ঘুম ভাঙাইতে আসিনি
            তুমি কেন লাজে ওঠো আকুলি
তব  রাঙা মুখখানি রাঙাইয়া যাব চলে গো
            আমি সাঁঝের ক্ষণিক গোধূলী।
তব কাজল নয়ন-পল্লব ছায়ে, অশ্রুর মত রহিব লুকায়ে
ঝরিতে এসেছি ফুল হয়ে আমি তোমার বুকের মালাতে


১. প্রকাশ ও গ্রন্থভুক্তি:

২. রেকর্ড সূত্র :  ‌১৯৪৩ খ্রিষ্টাব্দে এই গানটির প্রথম রেকর্ড প্রকাশ করে এইচএমভি কোম্পানি। গানটির শিল্পী ছিলেন সত্য চৌধুরী।
          [শ্রবণ নমুনা]

৩. রচনাকাল :
৪. প্রাসঙ্গিক পাঠ : 

 ৫. সুরকার:

. স্বরলিপিকার :

. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী :