বিষয় :
নজরুল
সঙ্গীত।
গান সংখ্যা : ৭২.
শিরোনাম
:
বিকাল বেলার ভুঁইচাঁপা গো সকাল বেলার যুঁই
পাঠ ও পাঠভেদ:
৭২.
তাল: দাদ্রা
বিকাল বেলার ভুঁইচাঁপা গো সকাল বেলার যুঁই
কারে কোথায় দেব আসন তাই ভাবি নিতুই॥
ফুলদানিতে রাখব কারে, কারে গাঁথি কন্ঠ-হারে
কারে যেন দেব তারে কারে বুকে থুই॥
সমান অভিমানী ওরা সমান সুকোমল
চাঁপা আমার চোখের আলো, যুঁই চোখের জল।
বর্ষা-মুখর শ্রাবণ-প্রাতে, কাঁদি আমি যূথীর সাথে
চাঁপায় চাহি চৈতী-রাতে, প্রিয় আমার দুই॥
ভাবসন্ধান:
তথ্যানুসন্ধান:
ক. রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। চুক্তিপত্র অনুযায়ী, ১৯৩৫ খ্রিষ্টাব্দের ডিসেম্বর মাসে H.M.V. রেকর্ড কোম্পানির সাথে কবি চুক্তিবদ্ধ হয়েছিলেন। সেই অনুযায়ী, ধারণা করা যায় যে, গানটি নজরুল ইসলামের ৩৬ বৎসর বয়সে প্রকাশিত হয়েছিল।
খ. প্রকাশ ও গ্রন্থভুক্তি:
সুনির্বাচিত নজরুল গীতির স্বরলিপি, তৃতীয় খণ্ড (সাহিত্যম্। বৈশাখ ১৩৮৫)। ৫২ সংখ্যক গান। পৃষ্ঠা: ১০৬-১০৮।
নার্গিস (হরফ প্রকাশনী। জ্যৈষ্ঠ ১৩৭৮ বঙ্গাব্দ)। কাব্যগীতি। ৮ সংখ্যক গান। পৃষ্ঠা: ২৬-২৮।
নজরুল গীতি, অখণ্ড (আব্দুল আজীজ আল-আমান, সম্পাদিত)। (হরফ প্রকাশনী। জানুয়ারি ২০০৪)। কাব্য-গীতি। গান: ৫৪৭। পৃষ্ঠা: ১৪১।
বেতার:
গ. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী: