বল
নাহি ভয় নাহি ভয়!
বল্ মাভৈঃ মাভৈঃ জয়, সত্যের জয়!
তুই নির্ভর কর্ আপনার' পর্ আপন পতাকা কাঁধে তুলে ধর্
ওরে যে যায় যাক্ সে, তুই শুধু বল্ 'আমার হয়নি লয়'!
বল 'আমি আছি' আমি পুরুষোত্তম, আমি চির-দুর্জয়!
বল্ মাভৈঃ মাভৈঃ, জয় সত্যের জয়!!
যে গেল সে নিজেরে নিঃশেষ করি' তোদের পাত্র দিয়ে গেল ভরি'!
ঐ বন্ধ মৃত্যু পারেনি ক' তাঁরে পারেনি করিতে লয়!
তাই আমাদের মাঝে নিজেরে বিলায়ে সে আজি শান্তিময়
বল্ মাভৈঃ মাভৈঃ, জয় সত্যের জয়!!
ওরে রুদ্র তখনি ক্ষুদ্রেরে গ্রাসে আগেই যবে সে ম'রে থাকে ত্রাসে
ওরে আপনার মাঝে বিধাতা জাগিলে বিশ্বে সে নির্ভয়
এই ক্ষুদ্র কারায় কভু কি ভয়াল ভৈরব বাঁধা রয়?
বল্ মাভৈঃ মাভৈঃ, জয় সত্যের জয়!!
ওরে আত্ম-অবিশ্বাসী, ভয়ে-ভীত! কেন হেন ঘন অবসাদ চিত
বল্ পর-বিশ্বাসে পর-মুখপানে চেয়ে কি স্বাধীন হয়?
তুই আত্মাকে চিন্, বল 'আমি আছি' 'সত্য আমার জয়'!
বল্ মাভৈঃ মাভৈঃ, জয় সত্যের জয়!!
১. প্রকাশ ও গ্রন্থভুক্তি:
নজরুল-সঙ্গীত সংগ্রহ [নজরুল ইন্সটিটিউট, ফেব্রুয়ারি ২০১১] নামক গ্রন্থের ৭৩৫ সংখ্যক গান। পৃষ্ঠা: ২২৪।
২.
রেকর্ড সূত্র : ১৯৪৮ খ্রিষ্টাব্দে
এই গানটির প্রথম রেকর্ড প্রকাশ করে এইচএমভি কোম্পানি। গানটির শিল্পী ছিলেন সত্য
চৌধুরী।
[শ্রবণ
নমুনা]
৩. রচনাকাল :
৪. প্রাসঙ্গিক পাঠ :
৫. সুরকার:
৬. স্বরলিপিকার :
৭.
সঙ্গীত বিষয়ক তথ্যাবলী :