বিষয় :
নজরুল
সঙ্গীত।
গান সংখ্যা : ৭৪.
শিরোনাম
: সই, পলাশ-বনে রঙ্
ছড়ালো কে?
পাঠ ও পাঠভেদ:
৭৪.
তালঃ কাহার্বা
সই, পলাশ-বনে রঙ্ ছড়ালো কে?
সেই রঙে রঙিন মানুষটিরে কাছে ডেকে দে, লো।
সে ফাগুন জাগায় আগুন লাগায়,
স্বপন ভাঙায় হৃদয় রাঙায় রে,
তা'রে ধরতে গেলে পালিয়ে সে যায় রঙ্ ছুঁড়ে চোখে॥
সে ভোরের বেলায় ভ্রমর হয়ে পদ্মবনে কাঁদে
তার বাঁকা ধনুক যায় দেখা ঐ সাঁঝ-আকাশের চাঁদে।
সেই গভীর রাতে আবির হাতে
রঙ খেলে ফুল-পরীর সাথে লো
তার রঙিন সিঁথি দেখি প্রজাপতির পালকে॥
সেই রঙে রঙিন মানুষটিরে কাছে ডেকে দে, লো।
[নজরুল-সঙ্গীত সংগ্রহ
(নজরুল ইন্সটিটিউট। ফেব্রুয়ারি ২০১২)]
সেই রঙে রঙীন মানুষটিরে কাছে ডেকে দে, লো।
[নজরুল-সঙ্গীত স্বরলিপি,
তৃতীয় খণ্ড (নজরুল
ইন্সটিটিউট। এপ্রিল ১৯৯৬)]
সেই গভীর রাতে আবির হাতে
[নজরুল-সঙ্গীত সংগ্রহ
(নজরুল ইন্সটিটিউট। ফেব্রুয়ারি ২০১২)]
সেই গভীর রাতে আবীর হাতে [নজরুল-সঙ্গীত স্বরলিপি,
তৃতীয় খণ্ড (নজরুল
ইন্সটিটিউট। এপ্রিল ১৯৯৬)]
ভাবসন্ধান:
তথ্যানুসন্ধান:
ক. রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৪০ খ্রিষ্টাব্দের জুন মাসে H.M.V. রেকর্ড কোম্পানি থেকে গানটির প্রথম রেকর্ড প্রকাশ হয়েছিল। সেই সময় নজরুল ইসলামের বয়স ছিল ৪১ বৎসর।
খ. প্রকাশ ও গ্রন্থভুক্তি:
বেতার:
গ. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী: