*৭৪৯.
রাগ: বাগেশ্রী মিশ্র, তাল: কাহার্‌বা

চোখের নেশার ভালোবাসা সে কি কভু থাকে গো
জাগিয়া স্বপনের স্মৃতি স্মরণে কে রাখে গো॥
তোমরা ভোল গো যা'রে চিরতরে ভোল তা'রে
মেঘ গেলে আবছায়া থাকে কি আকাশে গো॥
পুতুল লইয়া খেলা খেলেছ বালিকা বেলা
খেলিছ পরান ল'য়ে তেমনি পুতুল খেলা।
ভাঙিছ গড়িছ নিতি হৃদয়-দেবতাকে গো।
চোখের ভালোবাসা গ'লে
শেষ হ'য়ে যায় চোখের জলে
বুকের ছলনা সেকি নয়ন জলে ঢাকে গো॥

ভাবসন্ধান:

১. প্রকাশ ও গ্রন্থভুক্তি:

২. রেকর্ড সূত্র: ১৯৩৪ খ্রিষ্টাব্দের এপ্রিল মাসে মেগাফোন  রেকর্ড কোম্পানি গানটির প্রথম রেকর্ড প্রকাশ করে। রেকর্ড নং- জে.এন.জি. ১০৮। শিল্পী ছিলেন নিতাই ঘটক।

৩. রচনাকাল: গানটির রচনাকাল সম্পর্কে জানা যায় না। ১৯৩৪ খ্রিষ্টাব্দের এপ্রিল মাসে মেগাফোন রেকর্ড কোম্পানি গানটি প্রথম রেকর্ড করে। সেই অনুযায়ী,
          গানটি নজরুল ইসলামের ৩৫ বৎসর বয়সে প্রকাশিত হয়েছিল।

৪. প্রাসঙ্গিক পাঠ: 

৫. সুরকার:

৬. স্বরলিপিকার:

৭. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:
রাগ: বাগেশ্রী মিশ্র।
তাল:
কাহার্‌বা
সুরের অঙ্গ: গজল।
পর্যায়: 

গ্রহস্বর:
 জ্ঞা।