*৭৪৯.
রাগ: বাগেশ্রী মিশ্র, তাল: কাহার্বা
চোখের নেশার ভালোবাসা সে কি কভু থাকে গো
জাগিয়া স্বপনের স্মৃতি স্মরণে কে রাখে গো॥
তোমরা ভোল গো যা'রে চিরতরে ভোল তা'রে
মেঘ গেলে আবছায়া থাকে কি আকাশে গো॥
পুতুল লইয়া খেলা খেলেছ বালিকা বেলা
খেলিছ পরান ল'য়ে তেমনি পুতুল খেলা।
ভাঙিছ গড়িছ নিতি হৃদয়-দেবতাকে গো।
চোখের ভালোবাসা গ'লে
শেষ হ'য়ে যায় চোখের জলে
বুকের ছলনা সেকি নয়ন জলে ঢাকে গো॥
ভাবসন্ধান:
১. প্রকাশ ও গ্রন্থভুক্তি:
-
নজরুল-সঙ্গীত সংগ্রহ,
(নজরুল ইনস্টিটিউট, মাঘ ১৪১৮। ফেব্রুয়ারি ২০১২) -এর
৭৪৯ সংখ্যক গান। পৃষ্ঠা: ২২৮।
-
নজরুল-সঙ্গীত স্বরলিপি,
একবিংশ খণ্ড, (নজরুল ইন্সটিটিউট, ভাদ্র
১৪০৭। সেপ্টেম্বর ২০০০)
-এর ১০ সংখ্যক গান।
পৃষ্ঠা: ৬৪-৬৭।
-
একশো
গানের নজরুল স্বরলিপি, তৃতীয় খণ্ড, (হরফ প্রকাশনী, জুলাই ১৯৯৩) -এর
১৮ সংখ্যক গান। পৃষ্ঠা: ৪৩-৪৫।
-
সুনির্বাচিত নজরুল
গীতির স্বরলিপি, চতুর্থ খণ্ড, (সাহিত্যম্, আশ্বিন ১৩৮৫। সেপ্টেম্বর ১৯৭৮)
-এর ১০১ সংখ্যক গান। পৃষ্ঠা:
২১৫-২১৬।
-
শ্রেষ্ঠ নজরুল স্বরলিপি,
(হরফ প্রকাশনী, Deluxe Edition : July 2011) -এর
২২৪ সংখ্যক গান।
পৃষ্ঠা:
৫৬৭-৫৬৯।
- নজরুল গীতি, অখণ্ড (আব্দুল আজীজ
আল-আমান, সম্পাদিত)। [৮ মাঘ ১৪১০ বঙ্গাব্দ]। গজল। গান-১৯৩৫। পৃষ্ঠা: ৫১১।
- গুল-বাগিচা (আষাঢ় ১৩৪০ বঙ্গাব্দ।
২৭ জুন, ১৯৩৩ খ্রিষ্টাব্দ)। [নজরুল-রচনাবলী, পঞ্চম খণ্ড
(বাংলা একাডেমী, ১২ ভাদ্র, ১৪১৪।
২৭ আগস্ট, ২০০৭)] -এর ১৩ সংখ্যক গান।
পৃষ্ঠা: ২৩২-২৩৩।
- স্বরলিপি: সঙ্গীতাঞ্জলি, প্রথম খণ্ড,
কলিকাতা।
২.
রেকর্ড সূত্র:
১৯৩৪
খ্রিষ্টাব্দের এপ্রিল মাসে মেগাফোন রেকর্ড কোম্পানি গানটির প্রথম
রেকর্ড প্রকাশ করে। রেকর্ড নং- জে.এন.জি. ১০৮। শিল্পী ছিলেন নিতাই ঘটক।
৩. রচনাকাল:
গানটির
রচনাকাল সম্পর্কে জানা যায় না। ১৯৩৪ খ্রিষ্টাব্দের এপ্রিল মাসে মেগাফোন
রেকর্ড কোম্পানি গানটি প্রথম রেকর্ড করে। সেই অনুযায়ী,
গানটি নজরুল ইসলামের ৩৫ বৎসর বয়সে প্রকাশিত হয়েছিল।
৪. প্রাসঙ্গিক পাঠ:
৫. সুরকার:
৬. স্বরলিপিকার:
-
সেলিনা হোসেন। [নজরুল-সঙ্গীত
স্বরলিপি, একবিংশ খণ্ড, (নজরুল ইন্সটিটিউট,
ভাদ্র ১৪০৭।
সেপ্টেম্বর ২০০০) -এর
১০ সংখ্যক গান। পৃষ্ঠা: ৬৪-৬৭]।
-
কাজী অনিরুদ্ধ। [সুনির্বাচিত
নজরুল গীতির স্বরলিপি, চতুর্থ খণ্ড, (সাহিত্যম্, আশ্বিন ১৩৮৫। সেপ্টেম্বর
১৯৭৮) -এর ১০১ সংখ্যক গান।
পৃষ্ঠা: ২১৫-২১৬]।
-
নিতাই ঘটক। [শ্রেষ্ঠ নজরুল স্বরলিপি,
(হরফ প্রকাশনী, Deluxe Edition : July 2011) -এর
২২৪ সংখ্যক গান।
পৃষ্ঠা:
৫৬৭-৫৬৯]।
৭. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:
রাগ:
বাগেশ্রী মিশ্র।
তাল: কাহার্বা।
সুরের অঙ্গ: গজল।
পর্যায়:
গ্রহস্বর: জ্ঞা।