বিষয় :
নজরুল
সঙ্গীত।
গান সংখ্যা : ৭৫.
শিরোনাম
: বন-বিহঙ্গ যাও রে
উড়ে মেঘ্না নদীর পারে
পাঠ ও পাঠভেদ:
তালঃ কাহার্বা
বন-বিহঙ্গ যাও রে উড়ে মেঘ্না নদীর পারে
দেখা হলে আমার কথা কইয়ো গিয়া তারে।
কোকিল ডাকে বকুল-ডালে, যে-মালঞ্চে সাঁঝ-সকালে রে,
আমার বন্ধু কাঁদে সেথায় গাঙেরি কিনারে॥
গিয়া তারে দিয়া আইস আমার শাপ্লা-মালা
আমার তরে লইয়া আইস তাহার বুকের জ্বালা।
সে যেন রে বিয়া করে, সোনার কন্যা আনে ঘরে রে,
আমার পাটের জোড় পাঠাইয়া দিব সে-কন্যারে॥
ভাবসন্ধান:
তথ্যানুসন্ধান:
ক. রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৩৮ খ্রিষ্টাব্দের জুন মাসে H.M.V. রেকর্ড কোম্পানি থেকে গানটির প্রথম রেকর্ড প্রকাশ হয়েছিল। সেই সময় নজরুল ইসলামের বয়স ছিল ৩৯ বৎসর।
খ. প্রকাশ ও গ্রন্থভুক্তি:
বেতার:
গ. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:
সুরকার : গিরীন চক্রবর্তী।
সুরাঙ্গ: ভাটিয়ালী।