বিষয় : নজরুল সঙ্গীত
গান সংখ্যা :
৭৬
.
শিরোনাম :
অম্বরে মেঘ-মৃদঙ বাজে জলদ-তালে

পাঠ ও পাঠভেদ:

   রাগ: সিন্ধু, তাল: তেওড়া
অম্বরে মেঘ-মৃদঙ বাজে জলদ-তালে
লাগিল মাতন ঝড়ের নাচন ডালে ডালে

        দিগন্তের ঐ দুর্গ-মূলে
        ধূলি-গৈরিক কেতন দুলে
কে দুরন্ত আগল খুলে ঘুম ভাঙালে

থির সাগরের নীল তরঙ্গে আনন্দেরি
সেই নাচনের তালে তালে বাজিল ভেরি।
       মাভৈঃ মাভৈঃ ডাক শুনি যার
      পথ ছেড়ে দে রথ এলো তাঁর।
দুদির্নে সে বজ্র-শিখার আগুন জ্বালে