বিষয় :
নজরুল
সঙ্গীত।
গান সংখ্যা : ৭৭.
শিরোনাম
:
যখন আমার গান ফুরাবে তখন এসো
ফিরে
পাঠ ও পাঠভেদ:
রাগ: সাহানা, তাল: কাহার্বা
যখন আমার গান ফুরাবে তখন এসো ফিরে
ভাঙবে সভা বসবো একা রেবা নদীর তীরে॥
গীত শেষে গগন তলে, শ্রান্ত-তনু পড়বে ঢলে
ভালো যখন লাগবে না আর সুরের সারঙ্গীরে॥
মোর কণ্ঠের জয়ের মালা তোমার গলায় নিও
ক্লান্তি আমার ভুলিয়ে দিও প্রিয় হে মোর প্রিয়।
ঘুমাই যদি কাছে ডেকো, হাতখানি মোর হাতে রেখো
জেগে যখন খুঁজবো তোমায় আকুল অশ্রু-নীরে
তখন এসো ফিরে॥
ভাবসন্ধান:
তথ্যানুসন্ধান:
ক. রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৩৯ খ্রিষ্টাব্দের ৫ ডিসেম্বর তারিখে কলকাতা বেতার কেন্দ্র থেকে হরপ্রিয়া নামক সঙ্গীতালেখ্য অনুষ্ঠানে গানটি সম্প্রচারিত হয়েছিল। সেই অনুযায়ী, ধারণা করা যায় যে, গানটি নজরুল ইসলামের ৪০ বৎসর বয়সে রচিত হয়েছিল।
খ. প্রকাশ ও গ্রন্থভুক্তি:
বেতার:
সঙ্গীতালেখ্য─হরপ্রিয়া।
তারিখ─৫
ডিসেম্বর, ১৯৩৯
খ্রিষ্টাব্দ।
রাগ─সাহানা।
তাল─ত্রিতাল।
সুরকার─নজরুল
ইসলাম। শিল্পী─বিনয়
অধিকারী।
গ. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী: