বিষয় : নজরুল সঙ্গীত
গান সংখ্যা :
.
শিরোনাম :
যখন আমার গান ফুরাবে তখন এসো ফিরে

পাঠ ও পাঠভেদ:

   রাগ: সাহানা, তাল: কাহার্‌বা
যখন আমার গান ফুরাবে তখন এসো ফিরে
ভাঙবে সভা বসবো একা রেবা নদীর তীরে

গীত শেষে গগন তলে, শ্রান্ত-তনু পড়বে ঢলে
ভালো যখন লাগবে না আর সুরের সারঙ্গীরে

মোর কণ্ঠের জয়ের মালা তোমার গলায় নিও

ক্লান্তি আমার ভুলিয়ে দিও প্রিয় হে মো প্রিয়।
ঘুমাই যদি কাছে ডেকো, হাতখানি মোর হাতে রেখো
জেগে যখন খুঁজবো তোমায় আকুল অশ্রু-নীরে
                                তখন এসো ফিরে