বিষয় :
নজরুল
সঙ্গীত।
গান সংখ্যা : ৭৮.
শিরোনাম
:
আসিয়া কাছে গেলে ফিরে
পাঠ ও পাঠভেদ:
তালঃ কাহার্বা
আসিয়া কাছে গেলে ফিরে
কেন আসিয়া কাছে গেলে ফিরে॥
মুখের হাসি সহসা কেন
নিভে গেল আঁখি নীরে
ফুটিতে গিয়া কোন্ কথার মুকুল
ঝরে গেল অধরের তীরে॥
ঝড় উঠিয়াছে বাহির ভুবনে আঁধার নামে বন ঘিরে
যে কথা বলিলে না-ব'লে যাও বিদায়-সন্ধ্যা তিমিরে॥
ভাবসন্ধান:
তথ্যানুসন্ধান:
ক. রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৪০ খ্রিষ্টাব্দের সেপ্টেম্বর মাসে H.M.V. রেকর্ড কোম্পানি থেকে গানটির প্রথম রেকর্ড প্রকাশ হয়েছিল। সেই সময় নজরুল ইসলামের বয়স ছিল ৪১ বৎসর।
খ. প্রকাশ ও গ্রন্থভুক্তি:
বেতার:
গ. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী: