বিষয় : নজরুল সঙ্গীত
গান সংখ্যা :
৭৯.
শিরোনাম :
বসন্ত এলো এলো এলো রে

পাঠ ও পাঠভেদ:

রাগ : পঞ্চম, তালঃ ত্রিতাল
 বসন্ত এলো এলো এলো রে
 পঞ্চম স্বরে কোকিল কুহরে
 মুহু মুহু কুহু কুহু তানে।
 মাধবী নিকুঞ্জে পুঞ্জে পুঞ্জে
 ভ্রমর গুঞ্জে গুন্‌গুন্‌ গানে
 পিয়া পিয়া ডেকে ওঠে পাপিয়া
 মহুল, পলাশ বন-ব্যাপিয়া
 সুরভিত সমীরণ চঞ্চল উন্মন
 আনে নব-যৌবন প্রাণে
 বেণুকার বনে বাঁশি বাজে
 বনমালী এলো বন-মাঝে
 নাচে তরু-লতিকা যেন গোপ-গোপিকা
 রাঙা হয়ে রঙের বানে
॥