বিষয় : নজরুল সঙ্গীত
গান সংখ্যা :
৮০.
শিরোনাম :
বৈকালি সুরে গাও চৈতালি গান, বসন্ত হয় অবসান।

পাঠ ও পাঠভেদ:

          তালঃ কাহার্‌বা
বৈকালি সুরে গাও চৈতালি গান, বসন্ত হয় অবসান।
নহ্‌বতে বাজে সকরুণ মূলতান
॥ 
নীরব আনমনা পিক চেয়ে আছে দূরে অনিমিখ
ধূলি-ধূসর হলো
দিক আসে বৈশাখ অভিযান॥ 
চম্পা-মালা বিমলিন লুটায় ফুল-ঝরা বন-বীথিকায়,
ঢেলে দাও সঞ্চিত প্রাণের মধু-যৌবন দেবতার পায়।
অনন্ত বিরহ-ব্যথায় ক্ষণিকের মিলন হেথায়
ফিরে নাহি আসে যাহা যায়-নিমেষের মধুতর গান
॥