বিষয় :
নজরুল
সঙ্গীত।
গান সংখ্যা :
৮০.
শিরোনাম
:
বৈকালি
সুরে গাও চৈতালি
গান, বসন্ত হয় অবসান।
পাঠ ও পাঠভেদ:
তালঃ কাহার্বা
বৈকালি সুরে গাও চৈতালি গান, বসন্ত হয় অবসান।
নহ্বতে বাজে সকরুণ মূলতান॥
নীরব আনমনা পিক চেয়ে আছে দূরে অনিমিখ
ধূলি-ধূসর হলো দিক আসে বৈশাখ অভিযান॥
চম্পা-মালা বিমলিন লুটায় ফুল-ঝরা বন-বীথিকায়,
ঢেলে দাও সঞ্চিত প্রাণের মধু-যৌবন দেবতার পায়।
অনন্ত বিরহ-ব্যথায় ক্ষণিকের মিলন হেথায়
ফিরে নাহি আসে যাহা যায়-নিমেষের মধুতর গান॥
বি.দ্র.: নজরুল সঙ্গীত
স্বরলিপি গ্রন্থে একটি অশুদ্ধ শব্দ রয়েছে, যথা,─
অশুদ্ধ-
ধূলি-ধূসর হ'ল
যে
শুদ্ধ-
ধূলি-ধূসর
হ'ল দিক।
[সূত্র:
নজরুল সঙ্গীত নির্দেশিকা,
ব্রহ্মমোহন ঠাকুর (নজরুল
ইন্সটিটিউট। মে ২০০৯)।
১৯৪০ সংখ্যক গান।
পৃষ্ঠা:
৫৪৩।]
ভাবসন্ধান:
তথ্যানুসন্ধান:
ক. রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৩৫ খ্রিষ্টাব্দের সেপ্টেন্বর মাসে H.M.V. রেকর্ড কোম্পানি থেকে গানটির প্রথম রেকর্ড প্রকাশ হয়েছিল। সেই সময় নজরুল ইসলামের বয়স ছিল ৩৬ বৎসর।
খ. প্রকাশ ও গ্রন্থভুক্তি:
বেতার:
গ. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী: