বিষয় :
নজরুল
সঙ্গীত।
গান সংখ্যা : ৮১.
শিরোনাম
:
আরো কতদিন বাকি
পাঠ ও পাঠভেদ:
তালঃ দাদ্রা
আরো কতদিন বাকি
তোমারে পাওয়ার আগে বুঝি হায়! নিভে যায় মোর আঁখি॥
কত আঁখি-তারা নিভিয়া গিয়াছে কাঁদিয়া তোমার লাগি'
সেই আঁখিগুলি তারা হয়ে আজো আকাশে রয়েছে জাগি
যেন নীড়-হারা পাখি॥
যত লোকে আমি তোমারি বিরহে ফেলেছি অশ্রু-জল
ফুল হয়ে সেই অশ্রু ছুঁইতে চাহে, চাহে তব পদতল্
সে-সাধ মিটিবে নাকি॥
নজরুলের চিরজনমের প্রিয়া একটি দীর্ঘ কবিতা। এই কবিতার অংশবিশেষ অবলম্বনে
গান রচনার প্রসঙ্গ রয়েছে।
করুণাময় গোস্বামীর স্মৃতি থেকে জানা যায় যে, ব্যাপারটি কমল দাশগুপ্ত তাঁকে
বলেছিলেন। ঢাকায় যখন কমল দাশগুপ্ত থাকতে আসলেন, তখন তাঁর বাসায় বসে নজরুল
প্রসঙ্গে বলতে গিয়ে ব্যাপারটি তিনি (কমল দাশগুপ্ত) করুণাময় গোস্বামীকে
জানালেন।
যখনকার কথা এটি তার কয়েকদিন আগে থেকে নজরুল কোন গান লিখছিলেন না। অন্য কোন
চিন্তায় তিনি খুবই আনমনা ছিলেন। নজরুলকে চমক দেওয়ার জন্য কমল দাশগুপ্ত একটি
কাজ করেন। তিনি চিরজনমের প্রিয়া কবিতাটিকে ভাব ও অনুষঙ্গ অনুসারে ছয়টি ভাগে
ভাগ করেন এবং ছয়টি ভাগকে ছয়টি গানে রূপান্তরিত করেন ও তাতে সুর দেন। গীতরূপ
দেওয়ার জন্য কিছু পরিবর্তন পরিবর্ধন করতে হয়েছিল তাঁকে।
ছয়টি গানে সুরারোপ করা যেদিন শেষ হলো, তার পরদিন নজরুল স্টুডিওতে আসলে কমল
দাশগুপ্ত তাঁকে বললেন, "কাজীদা দেখেনতো গানগুলো কেমন হলো?" পরপর গানগুলো
শুনে নজরুল খুব খুশী হলেন এবং বললেন, "খুব ভালো হয়েছে"। কিন্তু নিজের লেখা
কবিতায় সুর দেওয়া হয়েছে এমন ভাব দেখা গেল না তাঁর মধ্যে। কমল দাশগুপ্ত
তাঁকে স্মরণ করিয়ে দিয়ে বললেন, "গানের কথা যে আপনার সেটি কি খেয়াল আছে?"
নজরুল বললেন, "তাই নাকি?" বলে উচ্চ হাস্যে ঘর ফাটিয়ে নজরুল বললেন, "আরে
সেটি তো খেয়াল করি নি।"
কমল দাশগুপ্ত তখন নতুন দেওয়া চরণসমূহ দেখিয়ে সেগুলো আরো একটু পরিমার্জিত
করে দিতে বললেন। নজরুল তা করে দিলেন। তবে যে ছয়টি গানের কথা কমল দাশগুপ্ত
বলেছিলেন, তার তিনটি গানের বিবরণ ওনার (কমল দাশগুপ্ত) কাছে আছে। এই তিনটি
গানের বিবরণ কমল দাশগুপ্ত করুণাময় গোস্বামী'কে দিয়েছিলেন, বাকি তিনটির কথা
আরেকদিন বলবেন বলেছিলেন। কিন্তু তিনি তারপরই অসুস্থ হয়ে পড়েন বলে আর তা
সংগ্রহ করা যায় নি।
যে তিনটি গানের বিবরণ তিনি করুণাময় গোস্বামী'কে দিয়েছিলেন সে গানগুলো হলো
-
১. আরো কত দিন বাকি,
২. তব মুখখানি খুঁজিয়া ফিরি গো সকল ফুলের মুখে ,
৩. মনে পড়ে আজ সে কোন জনমে বিদায় সন্ধ্যাবেলা।
[সূত্র: করুণাময় গোস্বামীঃ নজরুল-গীতি প্রসঙ্গ, পৃষ্ঠা-৩৪৩, ৩৪৪, ৩৪৫।]
ভাবসন্ধান:
তথ্যানুসন্ধান:
ক. রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৪১ খ্রিষ্টাব্দের জুন মাসে H.M.V. রেকর্ড কোম্পানি থেকে গানটির প্রথম রেকর্ড প্রকাশ হয়েছিল। সেই সময় নজরুল ইসলামের বয়স ছিল ৪২ বৎসর।
খ. প্রকাশ ও গ্রন্থভুক্তি:
বেতার:
গ. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী: