বিষয় : নজরুল সঙ্গীত
গান সংখ্যা :
৮১
.
শিরোনাম :
আরো কতদিন বাকি

পাঠ ও পাঠভেদ:

               তালঃ দাদ্‌রা
আরো কতদিন বাকি
তোমারে পাওয়ার আগে বুঝি হায়! নিভে যায় মোর আঁখি
॥ 
কত আঁখি-তারা নিভিয়া গিয়াছে কাঁদিয়া তোমার লাগি'
সেই আঁখিগুলি তারা হয়ে আজো আকাশে রয়েছে জাগি
                                    যেন নীড়-হারা পাখি॥ 
যত লোকে আমি তোমারি বিরহে ফেলেছি অশ্রু-জল
ফুল হয়ে সেই অশ্রু ছুঁইতে চাহে, চাহে তব পদতল্‌
                                    সে-সাধ মিটিবে নাকি॥