বিষয় :
নজরুল
সঙ্গীত।
গান সংখ্যা : ৮২.
শিরোনাম
:
দোলে বন-তমালের ঝুলনাতে
কিশোরী-কিশোর
পাঠ ও পাঠভেদ:
তালঃ কাহার্বা
দোলে বন-তমালের ঝুলনাতে কিশোরী-কিশোর
চাঁদে দুঁহু দোঁহার মুখপানে চন্দ্র ও চকোর,
যেন চন্দ্র ও চকোর প্রেম-আবেশে বিভোর॥
মেঘ-মৃদঙ বাজে সেই ঝুলনের ছন্দে
রিম্ ঝিম্ বারিধারা ঝরে আনন্দে
হেরিতে যুগল শ্রীমুখ চন্দে
গগনে ঘেরিয়া এলো ঘন-ঘটা ঘোর॥
নব নীরদ দরশনে চাতকিনী প্রায়
ব্রজ-গোপিনী শ্যামরূপে তৃষ্ণা মিটায়
গাহে বন্দনা-গান দেব-দেবী অলকায়
ঝরে বৃষ্টিতে সৃষ্টির প্রেমাশ্রু-লোর॥
ভাবসন্ধান:
তথ্যানুসন্ধান:
ক. রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৩৭ খ্রিষ্টাব্দের আগষ্ট মাসে H.M.V. রেকর্ড কোম্পানি থেকে গানটির প্রথম রেকর্ড প্রকাশ হয়েছিল। সেই সময় নজরুল ইসলামের বয়স ছিল ৩৮ বৎসর।
খ. প্রকাশ ও গ্রন্থভুক্তি:
বেতার: গীতিচিত্র─ ঝুলন। তারিখ─ ২৯ আগষ্ট, ১৯৩৯ খ্রিষ্টাব্দ।
গ. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী: