বিষয় : নজরুল সঙ্গীত
গান সংখ্যা :
৮৪.
শিরোনাম :
বসিয়া নদী-কূলে, এলোচুলে কে উদাসিনী

পাঠ ও পাঠভেদ:

       রাগঃ কালেংড়া, তালঃ কাহার্‌বা
বসিয়া নদী-কূলে, এলোচুলে              কে উদাসিনী
কে এলে, পথ ভুলে, এ অকূলে           বন-হরিণী
॥ 
কলসে জল ভরিয়া চায় করুণায়          কূল-বধূরা,
কেঁদে যায় ফুলে , ফুলে, পদমূলে        সাঁঝ-তটিনী
॥ 
দলিয়া কত ভাঙ্গা-মন, ও চরণ,           করেছ রাঙা
কাঁদায়ে কত না দিল্‌,  এলে নিখিল      মন-মো
হিনী॥ 

হারালি  গোধূলি-লগন কবি,             
কোন্‌ নদী কিনারে,
একি সেই স্বপন-চাঁদ, পেতেছে ফাঁদ    প্রিয়ার সতিনী
॥