বিষয় : নজরুল সঙ্গীত
গান সংখ্যা :
৮৫.
শিরোনাম :
আমি পূরব দেশের পুরনারী (গো)

পাঠ ও পাঠভেদ:

     তাল: কাহার্‌বা
আমি পূরব দেশের পুরনারী (গো)
গাগরি ভরিয়া এনেছি গো অমৃত-বারি
॥ 
পদ্মাকূলের আমি পদ্মিনী-বধূ
এনেছি শাপলা-পদ্মের মধু
ঘন বন ছায়ায় শ্যামলী মায়ায়
শান্তি আনিয়াছি ভরি' হেমঝারি॥ 
আমি শঙ্খ-নগর হতে আনিয়াছি শাখা, অভয়শঙ্খ,
ঝিল্‌ ছেনে এনেছি সুনীল কাজল গো

বিল্‌ ছেনে অনাবিল চন্দন-পঙ্ক (এনেছি)।
এনেছি, শত ব্রত-পাবর্ণ-উৎসব
এনেছি, সারস হংসের কলরব
এনেছি, নব আশা-ঊষার সিন্দুর
মেঘ-ডম্বরু সাথে মেঘ-ডুমুর শাড়ি