বিষয় :
নজরুল
সঙ্গীত।
গান সংখ্যা : ৮৬.
শিরোনাম
:
কও কথা কও কথা, কথা কও হে দেবতা।
পাঠ ও পাঠভেদ:
৮৬.
নাটিকা: 'মীরাবাঈ', রাগ: কানাড়া মিশ্র, তাল: যৎ
কও কথা কও কথা, কথা কও হে দেবতা।
তুমি তো জানো স্বামী আমার প্রাণে কত ব্যথা॥
মোর তরে আজি সকল দুয়ার
হইল বন্ধ হে প্রভু আমার
তুমি খোলো দ্বার! সহে না যে আর সহে না এ নীরবতা॥
শুনি অসহায় মোর ক্রন্দন
গলিবে না পাষাণের নারায়ণ
ভোলো অভিমান চরণে লুটায় পূজারিণী আশাহতা॥
বি.দ্র.: নজরুল সঙ্গীত
সম্ভার এ পাঠ─ 'কথা কও কথা কও হে দেবতা'
রেকর্ডে পাঠ─ 'কও কথা কও কথা হে
দেবতা'
[নজরুল
সঙ্গীত নির্দেশিকা, ব্রহ্মমোহন ঠাকুর
(নজরুল ইন্সটিটিউট। মে ২০০৯)।
৬৬১ সংখ্যক গান।
পৃষ্ঠা:
১৭৫-১৭৬।]
ভাবসন্ধান:
তথ্যানুসন্ধান:
ক. রচনাকাল ও স্থান:
গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না।
১৯৩৩
খ্রিষ্টাব্দের সেপ্টেম্বর
মাসে
H.M.V.
রেকর্ড কোম্পানি থেকে গানটির প্রথম রেকর্ড প্রকাশ হয়েছিল। সেই
সময় নজরুল ইসলামের বয়স ছিল ৩৪ বৎসর।
খ. প্রকাশ ও গ্রন্থভুক্তি:
বেতার:
গ. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী: