বিষয় :
নজরুল
সঙ্গীত।
গান সংখ্যা : ৮৭.
শিরোনাম
:
বন-ফুলে তুমি
মঞ্জরি গো
পাঠ ও পাঠভেদ:
রাগঃ গৌড় সারং, তালঃ কাহার্বা
বন-ফুলে তুমি মঞ্জরি গো
তোমার নেশায় পথিক-ভ্রমর ব্যাকুল হ'ল গুঞ্জরি' গো॥
তুমি মায়ালোকের নন্দিনী নন্দনের আনন্দিনী
তুমি ধূলির ধরার বন্দিনী, যাও গহন কাননে সঞ্চরি গো॥
মৃদু পরশ-কুঞ্চিতা তুমি বালিকা
বল্লভ-ভীতা পল্লব অবগুণ্ঠিতা মুকুলিকা।
তুমি প্রভাত বেলায় মঞ্জরি লাজে সন্ধ্যায় যাও ঝরি'
অরণ্যা-বল্লরি শোভা, পুণ্য পল্লী-সুন্দরী॥
পাঠভেদ আছে।
বন-ফুলে
তুমি মঞ্জরি গো : রেকর্ড নং
N-9726
বনফুলের
তুমি মঞ্জরি গো
: নজরুল-গীতি অখণ্ড, আব্দুল আজীজ আল-আমান সম্পাদিত
নজরুল
রচনাবলী, ৫ম খণ্ড, আব্দুল কাদির সম্পাদিত
গীতি সংকলন।
রফিকুল ইসলাম সম্পাদিত
ব্যাকুল
হ'ল গুঞ্জরি গো : রেকর্ড নং
N-9726
ব্যাকুল
হ'ল গুঞ্জরি : নজরুল-গীতি অখণ্ড, আব্দুল আজীজ আল-আমান
সম্পাদিত
নজরুল
রচনাবলী, ৫ম খণ্ড, আব্দুল কাদির সম্পাদিত
গীতি সংকলন।
রফিকুল ইসলাম সম্পাদিত
যাও গহন কাননে চঞ্চলি' গো : রেকর্ড নং
N-9726
যাও গহন কাননে সঞ্চরি : নজরুল-গীতি অখণ্ড, আব্দুল আজীজ আল-আমান সম্পাদিত
নজরুল রচনাবলী, ৫ম খণ্ড, আব্দুল কাদির সম্পাদিত
গীতি সংকলন।
রফিকুল ইসলাম সম্পাদিত
অরণ্যা বল্লরী শোভা/পুণ্য-পল্লী
সুন্দরী : রেকর্ড নং
N-9726
অরণ্যা বল্লরী
পুণ্য পল্লী সুন্দরী :
নজরুল-গীতি অখণ্ড, আব্দুল আজীজ আল-আমান সম্পাদিত
নজরুল রচনাবলী, ৫ম খণ্ড, আব্দুল কাদির সম্পাদিত
গীতি
সংকলন। রফিকুল ইসলাম সম্পাদিত
ভাবসন্ধান:
তথ্যানুসন্ধান:
ক. রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৩৫ খ্রিষ্টাব্দের জুলাই মাসে H.M.V. রেকর্ড কোম্পানি থেকে গানটির প্রথম রেকর্ড প্রকাশ হয়েছিল। সেই সময় নজরুল ইসলামের বয়স ছিল ৩৬ বৎসর।
খ. প্রকাশ ও গ্রন্থভুক্তি:
বেতার:
গ. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী: