৮৭৭.
রাগ: ভীমপলশ্রী মিশ্র, তাল: একতাল
বিদায়-সন্ধ্যা আসিল ঐ ঘনায় নয়নে অন্ধকার।
হে প্রিয়, আমার, যাত্রা-পথ অশ্রু-পিছল ক’রো না আর॥
এসেছিনু ভেসে স্রোতের, ফুল
তুমি কেন প্রিয় করিলে ভুল
তুলিয়া খোঁপায় পরিয়া তা’য় ফেলে দিলে হায় স্রোতে আবার॥
হেথা কেহ কারো বোঝে না মন
যারে চাই হেলা হানে সে’ জন
যারে পাই সে না হয় আপন হেথা নাহি হৃদি ভালোবাসার।
তুমি বুঝিবে না কি অভিমান
মিলনের মালা করিল ম্লান
উড়ে যাই মোর, দূর বিমান সেথা গা’ব গান আশে তোমার॥
ভাবসন্ধান:
১. প্রকাশ ও
গ্রন্থভুক্তি:
- নজরুল-সঙ্গীত
সংগ্রহ,
(নজরুল ইনস্টিটিউট, মাঘ ১৪১৮। ফেব্রুয়ারি ২০১২)। ৮৭৭
সংখ্যক গান। পৃষ্ঠা:
২৭০।
- নজরুল-সঙ্গীত স্বরলিপি, ত্রিশতম
খণ্ড, (নজরুল ইন্সটিটিউট, ভাদ্র ১৪১৩।
আগষ্ট ২০০৬)।
১৯ সংখ্যক গান।
পৃষ্ঠা: ৭৪-৭৭।
- একশো গানের নজরুল
স্বরলিপি, তৃতীয় খণ্ড, (হরফ প্রকাশনী, জুলাই ১৯৯৩)।
৬৮ সংখ্যক গান। পৃষ্ঠা: ১৮৩-১৮৫।
- সুনির্বাচিত নজরুল গীতির স্বরলিপি,
দ্বিতীয় খণ্ড, (সাহিত্যম, শ্রাবণ ১৩৮৩। আগষ্ট ১৯৭৬)।
৬ সংখ্যক গান। পৃষ্ঠা: ২২-২৫।
- শ্রেষ্ঠ নজরুল স্বরলিপি, হরফ
প্রকাশনী, (Deluxe Edition : July 2011)।
২১১ সংখ্যক গান।
পৃষ্ঠা:
৫৪০-৫৪৩।
- নজরুল-গীতি, অখণ্ড। কাব্য-গীতি,
(হরফ প্রকাশনী, মাঘ ১৪১০। জানুয়ারি ২০০৪)।
৫৫০ সংখ্যক গান।
পৃষ্ঠা: ১৪২।
- সুর-সাকী (আষাঢ় ১৩৩৯
বঙ্গাব্দ। ৭ জুলাই, ১৯৩২ খ্রিষ্টাব্দ)। [নজরুল-রচনাবলী,
চতুর্থ খণ্ড (বাংলা একাডেমী, জ্যৈষ্ঠ ১৪১৪।
২৫ মে, ২০০৭)] -এর ৩ সংখ্যক গান।
পৃষ্ঠা: ২২২-২২৩।
২.
রেকর্ড সূত্র :
-
১৯৩২ খ্রিষ্টাব্দের
এপ্রিল
মাসে এইচ.এম.ভি. রেকর্ড কোম্পানি থেকে গানটির প্রথম রেকর্ড প্রকাশিত
হয়েছিল। রেকরড নং- পি. ১১৭৪৩। শিল্পী ছিলেন আঙ্গুরবালা।
-
১৯৪৮ খ্রিষ্টাব্দের
সেপ্টেম্বর
মাসে এইচ.এম.ভি. রেকর্ড কোম্পানি থেকে গানটির দ্বিতীয় রেকর্ড প্রকাশিত
হয়। রেকর্ড নং- এন. ২৭৯০০। শিল্পী ছিলেন সন্তোষ সেনগুপ্ত। পরিচালনা করেছিলেন নিতাই
ঘটক।
৩. রচনাকাল:
গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায়
না। ১৯৩২ খ্রিষ্টাব্দের এপ্রিল মাসে এইচ.এম.ভি. রেকর্ড কোম্পানি থেকে গানটির
প্রথম রেকর্ড প্রকাশিত হয়। এই বিচারে ধারণা করা যায় যে,
সেই সময় নজরুল ইসলামের
বয়স ছিল ৩০ বৎসর।
৪. প্রাসঙ্গিক পাঠ :
গানটি শেষ করে আবার স্থায়ী -তে ফেরার প্রয়োজন নেই।
৫. সুরকার: কাজী নজরুল
ইসলাম।
৬.
স্বরলিপিকার :
-
এস.এম.
আহসান মুর্শেদ। [নজরুল-সঙ্গীত স্বরলিপি, ত্রিশতম খণ্ড, (নজরুল
ইন্সটিটিউট, ভাদ্র ১৪১৩।
আগষ্ট ২০০৬)।
১৯ সংখ্যক গান।
পৃষ্ঠা: ৭৪-৭৭]।
-
কাজী
অনিরুদ্ধ। [সুনির্বাচিত
নজরুল গীতির স্বরলিপি, দ্বিতীয় খণ্ড, (সাহিত্যম, শ্রাবণ
১৩৮৩। আগষ্ট ১৯৭৬)। ৬ সংখ্যক গান।
পৃষ্ঠা: ২২-২৫]।
-
নিতাই
ঘটক। [শ্রেষ্ঠ নজরুল
স্বরলিপি, হরফ প্রকাশনী, (Deluxe Edition : July
2011)। ২১১ সংখ্যক গান।
পৃষ্ঠা:
৫৪০-৫৪৩]।
৭.
সঙ্গীত বিষয়ক তথ্যাবলী :
রাগ: ভীমপলশ্রী মিশ্র।
তাল: একতাল
(জলদ্)।
সুরের অঙ্গ:
পর্যায়:
গ্রহস্বর: গা।