৮৮৮.
রাগ: বাগেশ্রী,
তাল:দাদ্রা
আর লুকাবি কোথা মা কালী
বিশ্ব-ভুবন আঁধার ক'রে তোর রূপে মা সব ডুবালি॥
সুখের গৃহ শ্মশান ক'রে বেড়াস্ মা তায় আগুন জ্বালি'
দুঃখ দেবার রূপে মা তোর ভুবন-ভরা রূপ দেখালি॥
পূজা ক'রে, পাইনি তোরে মা গো এবার চোখের জলে এলি
বুকের ব্যথায় আসন পাতা ব'স্ মা সেথা দুখ্-দুলালী॥
ভাবসন্ধান:
১.
প্রকাশ ও
গ্রন্থভুক্তি:
- নজরুল-সঙ্গীত
সংগ্রহ,
(নজরুল ইনস্টিটিউট, মাঘ ১৪১৮। ফেব্রুয়ারি ২০১২) -এর ৮৮৮
সংখ্যক গান। পৃষ্ঠা: ২৭৩।
- নজরুল-স্বরলিপি,
(নজরুল ইন্সটিটিউট, ফাল্গুন ১৪১১। ফেব্রুয়ারি ২০০৫) -এর
৩২ সংখ্যক গান। পৃষ্ঠা: ৯৩-৯৪।
পাঠ - 'লুকাবি মা কোথায় কালী'।
- নজরুল-সুর-সঞ্চয়ন
(২য় খণ্ড) -বল রে জবা বল (ডি.এম.লাইব্রেরী, শ্রাবণ
১৩৮৩ বঙ্গাব্দ) -এর ৯ সংখ্যক গান।
পৃষ্ঠা: ৩৮-৩৯।
পাঠ - 'আর লুকাবি কোথায় মা কালী'।
- নজরুল গীতি, অখণ্ড (আব্দুল আজীজ
আল-আমান, সম্পাদিত)। [হরফ প্রকাশনী, মাঘ ১৪১০। জানুয়ারি ২০০৪]। ভক্তিগীতি। গান-১২৫৪। পৃষ্ঠা:
৩২৩-৩২৪।
- চন্দ্রবিন্দু (১৩৩৮ বঙ্গাব্দ।
সেপ্টেম্বর, ১৯৩১ খ্রিষ্টাব্দ)। [নজরুল-রচনাবলী, চতুর্থ
খণ্ড (বাংলা একাডেমী, জ্যৈষ্ঠ ১৪১৪।
২৫ মে, ২০০৭)] -এর ৬ সংখ্যক গান
(রামপ্রসাদী)। পৃষ্ঠা: ১৬৬।
সুর - রামপ্রসাদী (নজরুলের দেওয়া)।
পাঠ - 'তুই লুকাবি কোথায় মা কালী'।
- বনগীতি (আশ্বিন ১৩৩৯ বঙ্গাব্দ।
১৩ অক্টোবর, ১৯৩২ খ্রিষ্টাব্দ)। [নজরুল-রচনাবলী,
পঞ্চম খণ্ড (বাংলা একাডেমী, ১২ ভাদ্র, ১৪১৪।
২৭ আগস্ট, ২০০৭)] -এর ৫৩ সংখ্যক গান (বাগেশ্রী-একতালা)।
পৃষ্ঠা: ২০৯।
রাগ - বাগেশ্রী (ধীরেন দাসের সুর)। তাল - একতাল।
পাঠ - 'আর লুকাবি কোথায় মা কালী'।
- পত্রিকা : ভারতবর্ষ, আশ্বিন, ১৩৪০
বঙ্গাব্দ (স্বরলিপি-সহ)।
স্বরলিপিকার -
প্রমথনাথ বন্দ্যোপাধ্যায়। সুর -
ধীরেন দাস।
- স্বরলিপি : নজরুল
স্বরলিপি, শরচ্চন্দ্র চক্রবর্তী এণ্ড সন্স, ১ম সংস্করণ।
সুর - রামপ্রসাদী (নজরুলের
দেওয়া)।
পাঠ - লুকাবি মা কোথায় কালী।
২.
রেকর্ড সূত্র :
১৯৩২
খ্রিষ্টাব্দের
জুন মাসে টুইন.
রেকর্ড কোম্পানি গানটির প্রথম রেকর্ড প্রকাশ করে। রেকর্ড নং- এফ.টি.
২০৩১। শিল্পী ছিলেন মৃণাল কান্তি ঘোষ। সুর করেছিলেন ধীরেন দাস।
৩.
রচনাকাল :
গানটির রচনাকাল সম্পর্কে জানা যায় না।
১৯৩২
খ্রিষ্টাব্দের
জুন মাসে টুইন.
রেকর্ড
কোম্পানি গানটি প্রথম রেকর্ড করে। সেই অনুযায়ী,
গানটি নজরুল ইসলামের ৩৩ বৎসর বয়সে প্রকাশিত হয়েছিল।
৪.
প্রাসঙ্গিক পাঠ :
- প্রতিভা সোম লিখেছেন,
নজরুল কীর্তন লিখতে শুরু করেছিলেন তাঁর পিসিমার অনুরোধে। প্রতিভা সোম ঢাকা থেকে
কলকাতায় এলে চুঁচুড়ায় তাঁর পিসেমশাইর বাড়িতে উঠতেন। তিনি স্থানীয় কলেজিয়েট
স্কুলের সহকারী শিক্ষক ছিলেন। শ্যামা সঙ্গীত রচনা করতে শুরু করেছিলেন নজরুল
প্রখ্যাত গায়ক কৃষ্ণচন্দ্র দে'র অনুরোধে। ঐ মহৎ শিল্পীর অনুপ্রেরণায় নজরুল
সৃষ্টি করেছিলেন, ১. আর লুকাবি কোথা মা কালী ২. কালো মেয়ের পায়ের
তলায় দেখে যা আলোর নাচন ; ইত্যাদি অপূর্ব শ্যামা সঙ্গীত।
[সূত্র: রফিকুল ইসলামঃ পঞ্চদশ অধ্যায়, শিল্পী জীবন, নজরুল-জীবন, পৃষ্ঠা-৪৫৯ ও
৪৬০।]
৫.
সুরকার:
- কাজী নজরুল ইসলাম।
[নজরুল-সুর-সঞ্চয়ন
(২য় খণ্ড) -বল রে জবা বল (ডি.এম.লাইব্রেরী, শ্রাবণ
১৩৮৩ বঙ্গাব্দ) -এর ৯ সংখ্যক গান।
পৃষ্ঠা: ৩৮-৩৯।]
- ধীরেন দাস। [টুইন,
এফ.টি. ২০৩১। শিল্পী - মৃণাল কান্তি ঘোষ।]
[সূত্র
: নজরুল সঙ্গীত নির্দেশিকা। ব্রহ্মমোহন ঠাকুর
(নজরুল ইন্সটিটিউট, জ্যৈষ্ঠ ১৪১৬। মে ২০০৯)
-এর ২৮৯ সংখ্যক গান।
পৃষ্ঠা: ৭৬-৭৭।]
৬.
স্বরলিপিকার :
- কাজী নজরুল ইসলাম।
[নজরুল-স্বরলিপি,
(নজরুল ইন্সটিটিউট, ফাল্গুন ১৪১১। ফেব্রুয়ারি ২০০৫)
-এর ৩২ সংখ্যক গান।
পৃষ্ঠা: ৯৩-৯৪।]
- কাজী অনিরুদ্ধ।
[নজরুল-সুর-সঞ্চয়ন (২য় খণ্ড) -বল রে জবা বল
(ডি.এম.লাইব্রেরী, শ্রাবণ ১৩৮৩ বঙ্গাব্দ) -এর
৯ সংখ্যক গান। পৃষ্ঠা: ৩৮-৩৯।]
৭.
সঙ্গীত বিষয়ক
তথ্যাবলী :
রাগ:
বাগেশ্রী।
তাল: দাদ্রা।
পর্যায়: ভক্তিমূলক গান।
সুরের অঙ্গ: রামপ্রসাদী সুর।
গ্রহস্বর:
- গা। [নজরুল-স্বরলিপি,
(নজরুল ইন্সটিটিউট, ফাল্গুন ১৪১১। ফেব্রুয়ারি ২০০৫)
-এর ৩২ সংখ্যক গান।
পৃষ্ঠা: ৯৩-৯৪।]
- সজ্ঞমা।
[নজরুল-সুর-সঞ্চয়ন
(২য় খণ্ড) -বল রে জবা বল (ডি.এম.লাইব্রেরী, শ্রাবণ
১৩৮৩ বঙ্গাব্দ) -এর ৯ সংখ্যক গান।
পৃষ্ঠা: ৩৮-৩৯।]