৮৮৮.
 
         রাগ: বাগেশ্রী, তাল:দাদ্‌রা
আর লুকাবি কোথা মা কালী
বিশ্ব-ভুবন আঁধার ক'রে তোর রূপে মা সব ডুবালি॥
সুখের গৃহ শ্মশান ক'রে বেড়াস্ মা তায় আগুন জ্বালি'
দুঃখ দেবার রূপে মা তোর ভুবন-ভরা রূপ দেখালি॥
পূজা ক'রে, পাইনি তোরে মা গো এবার চোখের জলে এলি
বুকের ব্যথায় আসন পাতা ব'স্ মা সেথা দুখ্-দুলালী॥    

ভাবসন্ধান:

১. প্রকাশ ও গ্রন্থভুক্তি:

২. রেকর্ড সূত্র : ১৯৩২ খ্রিষ্টাব্দে জুন মাসে টুইন. রেকর্ড কোম্পানি গানটির প্রথম রেকর্ড প্রকাশ করে। রেকর্ড নং- এফ.টি. ২০৩১। শিল্পী ছিলেন মৃণাল কান্তি ঘোষ। সুর করেছিলেন ধীরেন দাস।

৩. রচনাকাল : গানটির রচনাকাল সম্পর্কে জানা যায় না। ১৯৩২ খ্রিষ্টাব্দে জুন মাসে টুইন. রেকর্ড কোম্পানি গানটি প্রথম রেকর্ড করে। সেই অনুযায়ী,
          গানটি নজরুল ইসলামের ৩৩ বৎসর বয়সে প্রকাশিত হয়েছিল।

৪. প্রাসঙ্গিক পাঠ :

. সুরকার:

৬. স্বরলিপিকার :

৭. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী :
রাগ: বাগেশ্রী।
তাল: দাদ্‌রা।
পর্যায়: ভক্তিমূলক গান।
সুরের অঙ্গ:
রামপ্রসাদী সুর।

গ্রহস্বর
: