বিষয় : নজরুল সঙ্গীত
গান সংখ্যা :
 ৮৯.
শিরোনাম :
এলে তুমি কে, কে ওগো

পাঠ ও পাঠভেদ:

         তালঃ কাহার্‌বা
পুরুষ :   এলে তুমি কে, কে ওগো
            তরুণা অরুণা করুণা সজল চোখে।
    স্ত্রী  আমি তব মনের বনের পথে
            ঝিরি ঝিরি গিরি-নির্ঝরিণী
            আমি যৌবন-উন্মানা হরিণী মানসলোকে
পুরুষ  ভেসে যাওয়া মেঘের সজল ছায়া
            ক্ষণিক মায়া তুমি প্রিয়া
            স্বপনে আসি' বাজায়ে বাঁশি স্বপনে যাও মিশাইয়া।
    স্ত্রী :   বাহুর বাঁধনে দিই না ধরা

            আমি স্বপন-স্বয়ম্বরা
            সঙ্গীতে জাগাই ইঙ্গিতে ফোটাই
            তোমার প্রেমের যুঁই-কোরকে।
পুরুষ :   আধেক প্রকাশ   স্ত্রী : আধেক গোপন
পুরুষ :   আধো জাগরণ    স্ত্রী : আধেক স্বপন
উভয়ে :  খেলিব খেলা ছায়া-আলোকে