বিষয় :
নজরুল
সঙ্গীত।
গান সংখ্যা : ৮৯.
শিরোনাম
:
এলে তুমি কে, কে ওগো
পাঠ ও পাঠভেদ:
তালঃ কাহার্বা
পুরুষ : এলে তুমি কে, কে ওগো
তরুণা অরুণা করুণা সজল চোখে।
স্ত্রী : আমি তব মনের বনের পথে
ঝিরি ঝিরি গিরি-নির্ঝরিণী
আমি যৌবন-উন্মানা হরিণী মানসলোকে॥
পুরুষ : ভেসে যাওয়া মেঘের সজল ছায়া
ক্ষণিক মায়া তুমি প্রিয়া
স্বপনে আসি' বাজায়ে বাঁশি স্বপনে যাও মিশাইয়া।
স্ত্রী : বাহুর বাঁধনে দিই না ধরা ─
আমি স্বপন-স্বয়ম্বরা
সঙ্গীতে জাগাই ইঙ্গিতে ফোটাই
তোমার প্রেমের যুঁই-কোরকে।
পুরুষ : আধেক প্রকাশ স্ত্রী : আধেক গোপন
পুরুষ : আধো জাগরণ স্ত্রী : আধেক স্বপন
উভয়ে : খেলিব খেলা ছায়া-আলোকে॥
পাঠভেদ আছে।
খেলিব খেলা ছায়া আলোকে :
রেকর্ড নং
F.T. 4215.।
খেলিব খেলা মোরা ছায়া আলোকে : নজরুল-গীতি-অখণ্ড। আব্দুল আজীজ আল-আমান
সম্পাদিত।
নজরুল-রচনাবলী, ৫ম খণ্ড,
প্রথমার্ধ। আব্দুল কাদির সম্পাদিত।
গীতি সংকলন, কাজী নজরুল
ইসলাম। রফিকুল ইসলাম সম্পাদিত।
ভাবসন্ধান:
তথ্যানুসন্ধান:
ক. রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৩৬ খ্রিষ্টাব্দের জানুয়ারি মাসে Twin. রেকর্ড কোম্পানি থেকে গানটির প্রথম রেকর্ড প্রকাশ হয়েছিল। সেই সময় নজরুল ইসলামের বয়স ছিল ৩৭ বৎসর।
খ. প্রকাশ ও গ্রন্থভুক্তি:
বেতার:
গ. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী: