বিষয় :
নজরুল
সঙ্গীত।
গান সংখ্যা :
৯১.
শিরোনাম
:
ছন্দের বন্যা
হরিণী অরণ্যা
পাঠ ও পাঠভেদ:
রাগঃ ইমন মিশ্র, তালঃ কাহার্বা
ছন্দের বন্যা হরিণী অরণ্যা
চলে গিরি-কন্যা চঞ্চল ঝর্না
নন্দন-পথ-ভোলা চন্দন-বর্ণা॥
গাহে গান ছায়ানটে, পর্বতে শিলাতটে
লুটায়ে পড়ে তীরে শ্যামল ওড়না॥
ঝিরি ঝিরি হাওয়ায় ধীরি ধীরি বাজে
তরঙ্গ-নূপুর বন-পথ মাঝে।
এঁকেবেঁকে নেচে যায় সর্পিল ভঙ্গে
কুরঙ্গ সঙ্গে অপরূপ রঙ্গে
গুরুগুরু বাজে তাল মেঘ-মৃদঙ্গে
তরলিত জোছ্না-বালিকা অপর্ণা॥
পাঠভেদ আছে।
চলে
গিরি-কন্যা চঞ্চল
ঝর্না
[রেকর্ড
নং N. 7195।
]
নাচে
গিরি-কন্যা চঞ্চল
ঝর্না
['সুনির্বাচিত নজরুল-গীতি' পৃঃ ১৭৫, বিশ্বনাথ
দে সম্পাদিত।]
তরলিত জোছ্না-বালিকা
অপর্ণা
[রেকর্ড
নং N. 7195।
]
সেই তালে নাচে
বালিকা
অপর্ণা
['নজরুল-গীতি - অখণ্ড',
পৃঃ ৬৮, আবদুল আজীজ আল - আমান সম্পাদিত]
সেই তালে নাচে
বালিকা
অপর্ণা
['নজরুল-রচনাবলী',
৩য় খণ্ড, প্রথমার্ধ, পৃঃ ৪১২, আবদুল কাদির সম্পাদিত]
বিল ছেনে অনাবিল চন্দনপঙ্ক(এনেছি) [রেকর্ড
নং N. 7195।
]
বিল ছেনে অনাবিল চন্দনপঙ্ক
মেঘ-ডম্বরু সাথে মেঘ ডুমুর শাড়ি
[রেকর্ড নং N. 7195।
]
মেঘ-ডমরুর সাথে মেঘডুমুর শাড়ি
['নজরুল-গীতি - অখণ্ড',
পৃঃ ২১, আবদুল আজীজ আল - আমান সম্পাদিত]
মেঘ-ডমরুর সাথে মেঘডুমুর শাড়ি
['নজরুল-রচনাবলী',
২য় খণ্ড, প্রথমার্ধ, পৃঃ ১৪৫, আবদুল কাদির সম্পাদিত]
মেঘ-ডমরুর সাথে মেঘডুমুর শাড়ি ['গীতি
সংকলন, কাজী নজরুল ইসলাম', ২য় খণ্ড, পৃঃ ৮০-৮১, রফিকুল ইসলাম সম্পাদিত।]
মেঘ-ডমরুর সাথে মেঘডুমুর শাড়ি
['সুনির্বাচিত নজরুল-গীতি', পৃঃ ১৪৩, বিশ্বনাথ দে সম্পাদিত।]
ভাবসন্ধান:
তথ্যানুসন্ধান:
ক. রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৩৪ খ্রিষ্টাব্দের ফেব্রুয়ারি মাসে H.M.V. রেকর্ড কোম্পানি থেকে গানটির প্রথম রেকর্ড প্রকাশ হয়েছিল। সেই সময় নজরুল ইসলামের বয়স ছিল ৩৫ বৎসর।
খ. প্রকাশ ও গ্রন্থভুক্তি:
বেতার:
গ. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী: