বিষয় : নজরুল সঙ্গীত
গান সংখ্যা :
৯১.
শিরোনাম :
ছন্দের বন্যা হরিণী অরণ্যা

পাঠ ও পাঠভেদ:

 রাগঃ ইমন মিশ্র, তালঃ কাহার্‌বা
    ছন্দের বন্যা হরিণী অরণ্যা
    চলে গিরি-কন্যা চঞ্চল ঝর্না
    নন্দন-পথ-ভোলা চন্দন-বর্ণা॥
    গাহে গান ছায়ানটে, পর্বতে শিলাতটে
    লুটায়ে পড়ে তীরে শ্যামল ওড়না
    ঝিরি ঝিরি হাওয়ায় ধীরি ধীরি বাজে
    তরঙ্গ-নূপুর বন-পথ মাঝে।
    এঁকেবেঁকে নেচে যায় সর্পিল ভঙ্গে
    কুরঙ্গ সঙ্গে অপরূপ রঙ্গে
    গুরুগুরু বাজে তাল মেঘ-মৃদঙ্গে
    তরলিত জোছ্‌না-বালিকা অপর্ণা