বিষয় :
নজরুল
সঙ্গীত।
গান সংখ্যা :
৯৪.
শিরোনাম
:
তুমি যখন
এসেছিলে তখন আমার ঘুম ভাঙেনি
পাঠ ও পাঠভেদ:
রাগঃ ভৈরবী, তাল-কাহারবা
তুমি যখন এসেছিলে তখন আমার ঘুম ভাঙেনি
মালা যখন চেয়েছিলে বনে তখন ফুল জাগেনি॥
আমার আকাশ আঁধার কালো
তোমার তখন রাত পোহালো
তুমি এলে তরুণ-আলো তখন আমার মন রাঙেনি॥
ওগো রুদ্ধ ছিল মোর বাতায়ন-পূর্ণ শশী এলে যবে,
আঁধার-ঘরে একেলা জাগি হে চাঁদ আবার আসবে কবে।
আজকে আমার ঘুম টুটেছে
বনে আমার ফুল ফুটেছে
ফেলে যাওয়া তোমারি মালায় বেঁধেছি মোর বিনোদ-বেণী॥
পাঠভেদ আছে।
১.ওগো
রুদ্ধ ছিল মোর বাতায়ন [রেকর্ড নং
N. 7431।
]
রুদ্ধ ছিল মোর বাতায়ন ['নজরুল-গীতি - অখণ্ড',
পৃঃ ৮০, আবদুল আজীজ আল - আমান সম্পাদিত]
রুদ্ধ ছিল মোর বাতায়ন ['গীতি সংকলন, কাজী নজরুল ইসলাম', ২য় খণ্ড, পৃঃ ১১৪,
রফিকুল ইসলাম সম্পাদিত।]
২.আঁধার-ঘরে
এক্লা
জাগি [রেকর্ড নং N. 7431।
]
আঁধার-রাতে
এক্লা
জাগি ['নজরুল-গীতি - অখণ্ড',
পৃঃ ৮০ , আবদুল আজীজ আল - আমান সম্পাদিত]
আঁধার-রাতে
এক্লা
জাগি ['গীতি সংকলন, কাজী নজরুল ইসলাম', ২য় খণ্ড, পৃঃ ১১৪,
রফিকুল ইসলাম সম্পাদিত।]
৩.ফেলে
যাওয়া তোমারি মালায় [রেকর্ড নং N. 7431।
]
ফেলে যাওয়া
তোমার
মালায় ['নজরুল-গীতি - অখণ্ড',
পৃঃ ৮০, আবদুল আজীজ আল - আমান সম্পাদিত]
ফেলে যাওয়া তোমার
মালায় ['গীতি সংকলন, কাজী নজরুল ইসলাম', ২য় খণ্ড, পৃঃ ১১৪,
রফিকুল ইসলাম সম্পাদিত।]
ভাবসন্ধান:
তথ্যানুসন্ধান:
ক. রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৩৫ খ্রিষ্টাব্দের নভেম্বর মাসে H.M.V. রেকর্ড কোম্পানি থেকে গানটির প্রথম রেকর্ড প্রকাশ হয়েছিল। সেই সময় নজরুল ইসলামের বয়স ছিল ৩৬ বৎসর।
খ. প্রকাশ ও গ্রন্থভুক্তি:
গ্রন্থ:
গ. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী: