বিষয় : নজরুল সঙ্গীত
গান সংখ্যা :
৯৪.
শিরোনাম :
তুমি যখন এসেছিলে  তখন আমার ঘুম ভাঙেনি

পাঠ ও পাঠভেদ:

         রাগঃ ভৈরবী, াল-কাহারবা
তুমি যখন এসেছিলে  তখন আমার ঘুম ভাঙেনি
মালা যখন চেয়েছিলে বনে তখন ফুল জাগেনি

            আমার আকাশ আঁধার কালো
            তোমার তখন রাত পোহালো
তুমি এলে তরুণ-আলো তখন আমার মন রাঙেনি
ওগো রুদ্ধ ছিল মোর বাতায়ন-পূর্ণ শশী এলে যবে,
আঁধার-ঘরে একেলা জাগি হে চাঁদ আ
বার আসবে কবে।
             আজকে আমার ঘুম টুটেছ
           
 বনে আমার ফুল ফুটেছে
ফেলে যাওয়া তোমারি মালায় বেঁধেছি মোর বিনোদ-বেণী