বিষয় : নজরুল সঙ্গীত
গান সংখ্যা :
৯৫.
শিরোনাম :
কাছে আমার নাইবা এলে হে বিরহী দূর ভালো।

পাঠ ও পাঠভেদ:

                        তালঃ কাহার্‌‌বা
          
কাছে আমার নাইবা এলে হে বিরহী দূর ভালো।
            নাই কহিলে কথা তুমি ব'লো গানে সুর ভালো
                         নাই দাঁড়ালে কাছে আসি'
                        দূরে থেকেই বাজিয়ো বাঁশি।
            চরণ তোমার নাই বা পেলাম চরণের নুপূর ভালো
ওগো     পথে পাওয়ার চেয়ে আমায় চাওয়ায় যেন পথ-বঁধু
            দুই কূলেতে রইব দুজন বইবে মাঝে স্রোত-বঁধু।
                       পরশ তোমার চাই না প্রিয়
                       তোমার হাতের আঘাত দিও
            
মিলন তোমার সইতে নারি বেদনা-বিধুর ভালো