বিষয় :
নজরুল
সঙ্গীত।
গান সংখ্যা :
৯৫.
শিরোনাম
:
কাছে
আমার নাইবা এলে হে বিরহী দূর ভালো।
পাঠ ও পাঠভেদ:
তালঃ কাহার্বা
কাছে আমার নাইবা এলে হে বিরহী দূর ভালো।
নাই কহিলে কথা তুমি ব'লো গানে সুর ভালো॥
নাই দাঁড়ালে কাছে আসি'
দূরে থেকেই বাজিয়ো বাঁশি।
চরণ তোমার নাই বা পেলাম চরণের নুপূর ভালো॥
ওগো পথে পাওয়ার চেয়ে আমায় চাওয়ায় যেন পথ-বঁধু
দুই কূলেতে রইব দুজন বইবে মাঝে স্রোত-বঁধু।
পরশ তোমার চাই না প্রিয়
তোমার হাতের আঘাত দিও
মিলন তোমার সইতে নারি বেদনা-বিধুর ভালো॥
পাঠভেদ আছে।
ওগো পথে পাওয়ার চেয়ে আমায় চাওয়ায় যেন পথ-বঁধু
[রেকর্ড
নং N. 7431।
]
পথে পাওয়ার চেয়ে আমায়
চাওয়ায় যেন পথ-বঁধ
['নজরুল-গীতি - অখণ্ড',
পৃঃ ৪৬, আবদুল আজীজ আল - আমান সম্পাদিত]
পথে পাওয়ার চেয়ে আমায়
চাওয়ায় যেন পথ-বঁধ ['গীতি সংকলন, কাজী নজরুল ইসলাম', ২য় খণ্ড, পৃঃ ৯৪,
রফিকুল ইসলাম সম্পাদিত।]
ভাবসন্ধান:
তথ্যানুসন্ধান:
ক. রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৩৫ খ্রিষ্টাব্দের নভেম্বর মাসে H.M.V. রেকর্ড কোম্পানি থেকে গানটির প্রথম রেকর্ড প্রকাশ হয়েছিল। সেই সময় নজরুল ইসলামের বয়স ছিল ৩৬ বৎসর।
খ. প্রকাশ ও গ্রন্থভুক্তি:
বেতার:
গ. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী: